মুশফিক-বাটলারদের দেখানো পথে হাঁটতে চান আশরাফুল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মুশফিকুর রহিম-জস বাটলারদের দেখানো পথে হাঁটার ইচ্ছা পোষণ করেছেন মোহাম্মদ আশরাফুল। করোনাভাইরাসের মাঝে মানুষের পাশে দাঁড়াতে নিজের অনেক স্মারকই নিলামে তুলতে চান তিনি। ফেসবুক লাইভে এসে এই কথা জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
বাংলাদেশের সংস্কৃতিতে ক্রিকেটারদের স্মারক নিলামে তোলার প্রচলন নেই। যে কারণে কিভাবে বিক্রয়ের প্রক্রিয়া নিয়ে সংশয় রয়েছে আশরাফুলের। তবে কোনো প্রতিষ্ঠান আগ্রহ দেখালে কিংবা প্রক্রিয়া শুরু করলে অসহায়দের সাহায্যার্থে স্বারক নিলামে তুলবেন তিনি।

অবসরের পরই এমন কোন দুর্যোগে এসব স্মারক নিলামে তোলার পরিকল্পনা ছিল আশরাফুলের। কিন্তু এই মুহূর্তেকেই সঠিক মনে হচ্ছে তাঁর। নিজের টেস্ট ক্যাপও নিলামে তুলতে রাজি আছেন ডানহতি এই ব্যাটসম্যান।
আশরাফুল বলেন, ‘অবশ্যই যায় (নিলামে তোলা) যদি আপনারা কেউ নিতে চান। আমারতো ইচ্ছে ছিলই অবসরের পরে আমার ব্যাট বলেন, টেস্ট ক্যাপ বলেন এগুলো আমি নিলামে দিব বড় কোন দূর্ঘটনায়। তো এখন সঠিক সময়, আসলে এসব প্রক্রিয়া আমাদের দেশে সেভাবে চালু হয়নি।’
‘মুশফিককে দেখলাম যে সে শুরু করেছে। তো আসলে এই ধরণের কিছু যদি হয় অবশ্যই আমার অভিষেক টেস্ট সেঞ্চুরি বলেন, অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি বলেন, জিম্বাবুয়ের সাথে প্রায় ৫ বছর পরে ৪৭তম ম্যাচে গিয়ে জিতেছি এই ম্যাচের স্টাম্প আছে। তো এরকম যদি হয় আমি অবশ্যই দিতে চাই।’
করোনা ভাইরাসে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন মুশফিকুর রহিম। ২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটটি তুলে দিচ্ছেন নিলামে।
এদিকে একই ধরণের কাজ করেছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। ২০১৯ বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলেছিলেন তিনি। ইতোমধ্যে সেটা বিক্রিও হয়ে গেছে। ভারতের ওপেনার লোকেশ রাহুলও বিশ্বকাপে খেলা ব্যাটটি নিলামে তোলার পরিকল্পনায় আছেন।