promotional_ad

সাকিব ও স্মিথ-ওয়ার্নারের পরিস্থিতি ভিন্নঃ তামিম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করে ২ বছরের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসান। এর মধ্যে একবছরের নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে তাঁর। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর থেকেই ক্রিকেটে ফিরতে পারবেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। 


সাকিবের এই নিষেধাজ্ঞাকে দুই অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথের নিষেধাজ্ঞার সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যদিও বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটসম্যান মনে করেন ওয়ার্নার-স্মিথদের সঙ্গে সাকিবের পরিস্থিতি মেলালে চলবে না।



promotional_ad

এ প্রসঙ্গে তামিম বলেন, 'আমি মনে করি সাকিবের ঘটনার সঙ্গে স্মিথ এবং ওয়ার্নারেরটা মেলালে হবে না। স্যান্ডপেপার গেট কেলেঙ্কারী পুরো অস্ট্রেলিয়ান জাতিকে ভড়কে দিয়েছিল। তারা অত্যন্ত সফল একটি দল এবং এই ঘটনার পরে, পুরো দলের সুনাম ক্ষুন্ন হয়েছিল। তবে সাকিবের ক্ষেত্রে এটি তার ব্যক্তিগত ভুল বোঝাবুঝি।'


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনাটি ‘স্যান্ডপেপার গেট’ নামেই পরিচিত। শিরিষ কাগজ দিয়ে ঘষে বল বিকৃতি করার এই ঘটনাটির এমন নাম দেয়া হয়েছিল।


বল টেম্পারিংয়ের ঘটনায় জড়িত থাকায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ ও ওয়ার্নার। ক্যামেরন ব্যানক্রফট টেম্পারিংয়ে সরাসরি জড়িত থেকে পেয়েছিলেন নয় মাসের নিষেধাজ্ঞা। শাস্তির মেয়াদ শেষে সবাই আবার ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball