দক্ষিণ আফ্রিকার শ্রীলংকা সফর স্থগিত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা দলের শ্রীলংকা সফর। জুনের মাঝামাঝি ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য লঙ্কা সফরে যাওয়ার কথা ছিল প্রোটিয়াদের।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাকস ফল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পরবর্তীতে নতুন সূচীতে সিরিজটি আয়োজনের ব্যাপারে আশাবাদী তিনি। জ্যাকস বলেন, 'খুবই হতাশার সঙ্গে জানাতে হচ্ছে যে বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছি আমরা। ক্রিকেট আবারও মাঠে ফিরলে আমরা নতুন সূচীতে সিরিজটি আয়োজন করব।'

সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু নিজেদের দেশের চলমান লকডাউন পরিস্থিতির কারণে ঠিকমতো প্রস্তুতি নিতে পারছে না ক্রিকেটাররা।
এই মুহূর্তে এটাই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে প্রোটিয়াদের কাছে। জ্যাকস আরও বলেন, 'আমরা লকডাউনের কারণে প্রস্তুতি নিতে পারছি না। এছাড়া শারীরিক এবং মানসিক দিকের কথাও ভাবতে হবে। সব কিছুর বিবেচনাতেই এই সিদ্ধান্ত।'
করোনাভাইরাসের কারণে প্রায় মাসখানেক ধরে বিশ্বের সব ধরণের খেলা বন্ধ আছে। আবার কবে মাঠে ফিরবেন খেলোয়াড়রা সবাই তাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এমন অবস্থায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যও ঝুলছে।