promotional_ad

ক্রিকেটারদের সতর্ক থাকার পরামর্শ দিল বিসিবি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


করোনাভাইরাসের প্রকোপের কারণে বাংলাদেশের সব ক্রিকেটার এখন ঘরে বন্দি। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব তারা। আন্তর্জাতিক অঙ্গনের ফিক্সাররা এটাকেই সুযোগ হিসেবে বেছে নিতে পারে। তাই দেশের ক্রিকেটারদের সতর্ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বিসিবির শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান শেখ সোহেল জানিয়েছেন, জাতীয় দলের ক্রিকেটারদের এই সময় সতর্ক থাকা উচিত। এমন সময় ফিক্সারদের তৎপরতা বোঝা বেশ কঠিন বলে মনে করেন তিনি। তাই জাতীয় দলের ক্রিকেটারদের বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন তিনি।



promotional_ad

ক্রিকফ্রেঞ্জিকে সোহেল বলেন, 'আমি মনে করি এই মুহূর্তে তাদের সতর্ক থাকাই ভালো, কারণ আপনি এই সময় কারো তৎপরতা বুঝতে পারবেন না। আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের সতর্ক থাকতে হবে কারণ তারা সামাজিক কাজে ব্যস্ত বাংলাদেশের চলমান সঙ্কটে।'


কদিন আগেই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) স্থগিত করে দিয়েছে বিসিবি। গত এক মাস ধরেই ক্রিকেটের বাইরে খেলোয়াড়রা। ক্রিকেটারদের এই অবসরে ফিক্সাররা সক্রিয় হয়ে উঠতে পারে বলে ধারণা আইসিসিরও। বিসিবির আগেই আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল ক্রিকেটারদের এই বিষয়ে সতর্ক করেছেন।


মার্শাল বলেছেন, ‌'কোভিড-১৯ হয়তো আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ক্ষণিকের জন্য থামিয়ে দিয়েছে। তবে বাজিকরেরা কিন্তু বসে নেই। এ কারণে খেলোয়াড়, সদস্য, এজেন্ট, খেলোয়াড় সংস্থাগুলোর সঙ্গে আমাদের কাজ চলবে। খেলোয়াড়েরা এখন আগের তুলনায় অনেক বেশি সময় দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।’



মার্শাল যোগ করেন, ‘তাদের কাছাকাছি পৌঁছানোর এটাই সুযোগ বাজিকরদের জন্য। এই সম্পর্ক পরে তারা কাজে লাগাবে। আমরা খেলোয়াড়, সদস্য, এজেন্টদের সঙ্গে এ নিয়ে কথা বলেছিল। বিষয়টির গুরুত্ব বুঝিয়ে বলা হয়েছে। খেলোয়াড়েরা যেন এ সময় অসতর্ক না থাকে।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball