promotional_ad

নাথান লায়নের মতো হতে চান নাঈম

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


ক্রিকেটে প্রত্যেক খেলোয়াড়েরই আদর্শ থাকে। সেই ক্রিকেটারকে অনুসরণ করে তাদের মতো হতে চায় সবাই। কেউ হতে চায় ব্রায়ান লারা, শচিন টেন্ডুলকার কিংবা কেউ হতে চায় মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন। অবশ্য বাংলাদেশের তরুণ স্পিনার নাঈম হাসানের পছন্দ কিছুটা ভিন্ন।


তিনি অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নের মতো হতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন নাঈম। লায়ন বর্তমানে অস্ট্রেলিয়ার সেরা স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। লায়ন ছাড়াও স্বদেশী সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার হতে চান নাঈম।



promotional_ad

তিনি বলেছেন, 'আমি তাঁর মতো হতে চাই (না???ান লায়ন)। আমি চাইলেই তাঁর মতো হবো না। এ কারণে আমাকে লম্বা পথ পাড়ি দিতে হবে। তাঁর মতো হওয়াই আমার লক্ষ্য। এ ছাড়া সাকিব ভাইয়ের মতো অলরাউন্ডার হতে চাই।'


আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের মতোই পথচলা শুরু হয়েছে নাঈমের। ২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় তাঁর। অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি।


সেই সঙ্গে সবচেয়ে কম বয়সী স্পিনার হিসেবে পাঁচ উইকেট নেয়ার রেকর্ড গড়েছিলেন নাঈম। সে সময় তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর ৩৫৬ দিন। এখন পর্যন্ত  ৫টি টেস্ট খেলে ১৯ উইকেট শিকার করেছেন এই স্পিনার।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball