করোনায় নাঈম-সাইফের 'জুটি'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত দেশের ক্রিকেট। এ সময় ক্রিকেটারদের জন্য বড় দায়িত্ব ফিটনেস ধরে রাখা। সে জন্য ঘরে বসেই যতটা সম্ভব ফিটনেস ঠিক রাখার কাজ চালিয়ে যাচ্ছেন সব শ্রেনির ক্রিকেটাররা।
দুই তরুণ ওপেনার ওপেনার সাইফ হাসান এবং মোহাম্মদ নাঈম শেখ নিজেদের মধ্যে আলোচনা করেই ফিটনেস নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। ট্রেডমিলে নিজেকে নিজে চ্যালেঞ্জ দিয়ে দৌড়াচ্ছেন দুজন। এভাবেই একে ওপরকে সহযোগিতা করছেন তারা।

ক্রিকফ্রেঞ্জিকে সাইফ হাসান বলেন, 'আমরা বাড়িতে বসেই ফিটনেস নিয়ে কাজ করছি। যে যার মতো যেভাবে পারছে সেভাবে। নাইম আমি আলাপ আলোচনা করেই ফিটনেস নিয়ে কাজ করে চাচ্ছি। ট্রেডমিলে দৌড়াচ্ছি। নিজের সাথে নিজের প্রতিযোগিতা করছি।
নাইম আমাকে বলে এটা করতে ওটা করতে, আমিও ওকে বলি। এভাবেই আলোচনা করে চালাচ্ছি। বাড়িতে ট্রেডমিলে নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা করছি। নাইমও তাই করছে।এভাবেই ফিটনেস ঠিক রাখার চেষ্টা করছি।'
প্রতিকূল এই পরিস্থিতিতে ফিটনেস ঠিক রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্দেশনা দিয়েছেন খেলোয়াড়দের। বিসিবি’র ফিজিক্যাল পারফরম্যান্স বিভাগের প্রধান নিক লি নির্দেশনা অনুসরণ করে ঘরেই ফিটনেস নিয়ে কাজ করছেন জাতীয় দলের খেলোয়াড়রা।
যে ক্রিকেটারদের ঘরে ব্যায়ামের যন্ত্রাংশ নেই ও জিমনেশিয়ামে যাওয়া সম্ভব নয় তাদের জন্য নিক লি কিছু নির্দেশনা তৈরি করছেন। সেই অনুসারেই ঘরে বসে নিজেদের ফিটনেস নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা।