সাকিবকে ছাড়া চাপ অনুভব করেন তাইজুল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গত বেশ কয়েক বছর ধরেই টেস্টে বাংলাদেশের অন্যতম সেরা বোলিং জুটি সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম। এই দুজনের বাঁহাতি স্পিনে ঘরের মাঠে বাংলাদেশের সামনে নাকাল হয়েছে অনেক প্রতিপক্ষ।
তাইজুল জানিয়েছেন, সাকিবের উপস্থিতি তাঁকে চাপ মুক্ত হয়ে খেলতে সাহায্য করে এবং সাকিবের সঙ্গে খেলতেও স্বাচ্ছন্দ্য অনুভব করেন তিনি। সাকিব নিষিদ্ধ থাকায় টেস্টে স্পিন বোলিং আক্রমণে তাইজুলই নেতা। তবুও সাকিবের শূন্যতা অনুভব করছেন তিনি।

এ প্রসঙ্গে তাইজুল বলেন, 'সাকিব ভাই যখন থাকে তখন আমি কিছুটা চাপমুক্ত থাকি এবং বোলিংও কম করতে হয়। তিনি থাকলে সিদ্ধান্ত নেয়াও সহজ হয়ে যায়। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েও সাহায্য করেন।'
সাকিব না থাকায় সমস্যার কথা জানিয়ে তাইজুল বলেন, 'সাকিব ভাই জানেন ব্যাটসম্যান কি করবে এবং কি করা ভালো হবে এবং তাঁর না থাকার কারণে চাপ কিছুটা বেড়ে যায়। বোলিংও অনেক বেশি করতে হয়।'
সাদা পোষাকে তাইজুলের অভিষেকের পর বাংলাদেশের আর কোনো বোলার তাঁর চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। ২৯ টেস্টে তাইজুলের ঝুলিতে গেছে ১১৪ উইকেট।
২২ টেস্টে মেহেদী হাসান মিরাজের উইকেট ৯০টি, সাকিব আল হাসানের ৮৮টি। এমন পারফরম্যান্সের পরও কিছু অত???প্তি আছে তাইজুলের। তিনি তিন ফরম্যাটেই নিয়মিত হতে চান।