'স্বপ্নবাজ' সাইফউদ্দিনের চ্যালেঞ্জের গল্প

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
গত ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই পিঠের ইনজুরিতে ভুগছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে এই ইনজুরি নিয়েই ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ (আফগানিস্তান ও জিম্বাবুয়ে) খেলেন তিনি।
একই সঙ্গে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) একটি ম্যাচেও অংশ নেন জাতীয় দলের এই অলরাউন্ডার। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠেননি তিনি। বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে আবারও ওয়ানডেতে ফেরেন সাইফউদ্দিন।

চ্যালেঞ্জ নিতে সদা প্রস্তুত সাইফউদ্দিন যেন নিজেকে পুনর্জীবন পান জিম্বাবুয়ে সিরিজে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২ ম্যাচে ৪.৬৬ ইকোনমি রেটে ৭ উইকেট শিকার করে সামর্থ্যের জানান দেন তিনি। সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে তরুণ এই অলরাউন্ডার জানিয়েছেন নিজের চ্যালেঞ্জ এবং লক্ষ্যের কথা।
সাইফউদ্দিন বলেন, 'আমি এই সময়ের মধ্যে যদিও টি-টোয়েন্টি খেলেছি। তবে গত বছরের বিশ্বকাপের পর এই সিরিজ দিয়েই ওয়ানডেতে ফিরেছি। আমার মূল লক্ষ্য ছিল ৫০ ওভারের ক্রিকেটে ছন্দ ধরে রাখা। এটি আমি অনেক উপভোগ করেছি। তৃতীয় পেসার হিসেবে দলে আমার ভূমিকা অনেক এবং এটি চ্যালেঞ্জেরও।'
একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আইসিসি অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে উঠতে চান সাইফউদ্দিন। ২৩ বছর বয়সী এই তরুণ সাকিব আল হাসান এবং বেন স্টোকসদের জায়গায় নিজেকে কল্পনা করেন, স্বপ্ন দেখেন বিশ্ব ক্রিকেটে তাঁদের মতো নিজেকে জাহির করার। যদিও কাজটি যে কতটা চ্যালেঞ্জের সেটি নিজেও বোঝেন স্বপ্নবাজ সাইফউদ্দিন।
তাই তিনি বললেন, 'আপনাকে অবশ্যই বড় স্বপ্ন দেখতে হবে এবং এর পেছনে দৌড়াতে হবে। যখন আমি টিভিতে দেখতাম যে বেন স্টোকস এবং সাকিব আল হাসান আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে তখন ভাবতাম একসময় আমার ছবিও শীর্ষ অলরাউন্ডারের তালিকায় দেখা যাবে। আমি জানি এটা সহজ নয়, আমাকে আমার খেলায় প্রতিদিন উন্নতি করতে হবে।'