promotional_ad

তিন মাসের বেতন একবারে পেয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটাররা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৯১ জন প্রথম শ্রেণীর ক্রিকেটারকে অগ্রিম বেতন দিয়েছে বিসিবি। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের বেতন ইতোমধ্যে পেয়ে গেছেন তারা। সাধারণত প্রতি ৫-৬ মাস অন্তর অন্তর এই বেতন পেয়ে থাকতেন ক্রিকেটাররা।


চুক্তির বাইরে থাকা আরও ৯৬ ক্রিকেটারকে ৩০ হাজার করে টাকা দিচ্ছে বিসিবি। এই ঘোষণা বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন দিয়েছিলেন গত মাসেই। এরই মধ্যে ক্রিকেটারদের চেক হস্তান্তর করা হয়েছে ক্লাবগুলোকে। তবে অনেক ক্রিকেটার ঢাকার বাইরে থাকায় টাকা নিতে পারেননি এখনও। 



promotional_ad

বর্তমান পরিস্থিতিতে সব ধরণের স্পোর্টিং ইভেন্ট বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পরেছেন প্রথম শ্রেণীর অনেক ক্রিকেটার। তবে বিসিবির চুক্তিতে থাকা ক্রিকেটাররা ৩ মাসের বেতন পেয়ে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন।


প্রথম শ্রেণীর চুক্তিতে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'আমাদের তিন মাসের বেতন দেয়া হয়েছে। যা আমাদের জন্য বড় স্বস্তি। বর্তমানে যে অবস্থা তাতে কবে নাগাদ খেলা মাঠে ফিরবে তাও বলা যাচ্ছে না। এর আগে তো আমাদের ৬ মাসের বেতন একবারে দেয়া হতো। পরিস্থিতি বিবেচনায় এবার ৩ মাসেরটা আগেই দিয়ে দিয়েছে বোর্ড।'


বিসিবির টুর্নামেন্ট কমিটিও নিশ্চিত করেছে বিষয়টি (যথাসময়ে বেতন দেয়া)। তারা জানিয়েছে মার্চের পর প্রতি মাসের বেতন প্রতি মাসেই পাবেন খেলোয়াড়রা। এর আগে যা দেয়া হতো ৬ মাস অন্তর অন্তর।



বিসিবির এক কর্মকর্তা বলেন, 'হ্যাঁ, আমরা ক্রিকেটারদের এবারের বেতন দিয়ে দিয়েছি। এর আগে ৬ মাস পর পর দেয়া হতো কিন্তু এবার পরিস্থিতি বিবেচনায় তা করা হয়নি। মার্চের পর প্রতি মাসেরটা প্রতি মাসেই পাবেন খেলোয়াড়রা।' 


২০১২ সালে সর্বপ্রথম প্রথম শ্রেণীর ক্রিকেটারদের চুক্তির আওতায় নিয়ে আসা হয়। এরপর এই ৮ বছরে তাঁদের বেতন বেড়েছে মাত্র ১৫ শতাংশ। এ, বি এবং সি ক্যাটিগারিতে ক্রিকেটারদের বেতন দিয়ে থাকে বিসিবি। এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পান ২৮ হাজার ৭৫০ টাকা, বি ক্যাটাগরির বেতন ২৩ হাজার এবং সি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেয়ে থাকেন ১৭ হাজার টাকা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball