promotional_ad

অস্ট্রেলিয়া সফরে ৩৬০ কোটি টাকার হোটেলে থাকবে কোহলিরা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নভেম্বরে ভারতকে আতিথ্য দিতে এখন থেকেই প্রস্তুত অস্ট্রেলিয়া। ভারত যদি অস্ট্রেলিয়া সফরে যায় তবে সেখানে পা দিয়েই চলে যেতে হবে ১৪ দিনের কোয়ারেন্টিনে। ভারত দল কোয়ারেন্টিনে কোথায় থাকবে সেটি নিয়ে এখন থেকেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।


এরই পরিপ্রেক্ষিতে আসছে নানা প্রস্তাবও। কোহলিদের কোয়ারেন্টাইনে রাখার জন্য প্রস্তাব করা অ্যাডিলেডের বিশেষ এক হোটেলের নাম।


promotional_ad

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম 'দ্য এজ'-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, 'দক্ষিণ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসএসিএ) প্রধান কিথ ব্র্যাডশো ভারতীয় খেলোয়াড়দের জন্য নতুন ৪২ মিলিয়ন ডলারের হোটেলটি ব্যবহারের প্রতাব দিয়েছেন, এবং তা বাস্তবায়নে বোর্ড সভাপতি কেভিন রবার্টসের কাছে পৌঁছেছেন।'


প্রতিবেদনে বলা হয়েছে, "ক্যাঙ্গারু দ্বীপ এবং রটনেস্ট দ্বীপও একটি পরিদর্শনকারী দলের পক্ষে সম্ভাব্য স্ব-বিচ্ছিন্নতা সাইট হিসাবে গড়ে উঠেছে।"


১৩৮ কক্ষ বিশিষ্ট প্রস্তাবকৃত ওভাল হোটেল উদ্বোধন করা হবে আগামী সেপ্টেম্বরে। সেখানে কোয়ারেন্টিনে থাকাকালীন খেলোয়াড়দের জন্য গৃহীত হতে পারে বিশেষ ব্যবস্থা। প্রতিবেদনে আরও বলা হয়, হোটেলটিতে খেলোয়াড়দের অনুশীলনের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে তাদের জন্য থাকবে স্বাস্থ্যসম্মত খাবারও।


ধারণা করা হচ্ছে সিরিজটি হলে দর্শকশূণ্য মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।


এতো কিছু করেও অস্ট্রেলিয়া সিরিজটি আয়োজনে মরিয়া হয়ে উঠেছে। কেননা এখানে তাদের বৃহৎ স্বার্থ জড়িয়ে রয়েছে। নভেম্বরের অনুষ্ঠিতব্য সিরিজটি থেকে ৩০ কোটি ডলার আয়ের আশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball