কর্মকর্তাদের বেতন কেটে রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ- সিএ

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রকোপের কারণে ক্রিকেট না চলায় বড় রকমের ক্ষতির আশঙ্কা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কর্মকর্তাদের বেতনের বড় একটি অংশ কেটে রাখছে বোর্ডটি।
২৭ এপ্রিল থেকে জুন মাসের শেষ পর্যন্ত কর্মকর্তাদের বেতনের ৮০ ভাগ কেটে নেয়ার সিদ্ধান্তে পৌঁছেছে সিএ। এক বিবৃতির মাধ্যমে এমনটা জানিয়েছে ক্রিকেট বোর্ডটি।

'আইসোলেশনের এই সময়ে যখন একেবারেই খেলা হচ্ছে না, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কর্মকর্তাদের বেতন কেটে নেয়ার। এটা ২৭ এপ্রিল থেকে চলতি অর্থবছরের শেষ পর্যন্ত কার্যকর করা হবে।' বিবৃতিতে বলেছে সিএ।
একইসাথে আগামি ছয়মাসে ৫০ ভাগ কম লভ্যাংশের আশঙ্কা করছে ক্রিকেট বোর্ডটি। আগামি ছয় মাসের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা অস্ট্রেলিয়ায়।
এছাড়া বিরাট কোহলির ভারতেও অস্ট্রেলিয়া সফর করার কথা রয়েছে। তবুও লাভ কম হওয়ার আশঙ্কা করায় ইতোমধ্যেই হতাশ ক্রিকেট বোর্ডটি।
ইতোমধ্যেই বেতন কর্তনের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ কয়েকটি ক্রিকেট অ্যাসোসিয়েশন।