ভাঙ্গা পা নিয়ে ২০১৫ বিশ্বকাপ খেলেছেন শামি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৫ বিশ্বকাপের পুরো আসর ভাঙ্গা পা নিয়ে খেলেছিলেন মোহাম্মদ শামি। ম্যাচ শেষে হাঁটতেও পারতেন না তিনি বলে সম্প্রতি জানিয়েছেন ভারতের এই পেসার। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে চোটের কারণে বিপাকে পরতে হয়েছিল তাঁকে।
বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে আসর থেকে বিদায় নেয় ভারত। সেই ম্যাচে মাত্র এক ওভার বোলিং করার পর ব্যাথা অনুভব করেন শামি। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছে আর বোলিং না করার আবেদন করেছিলেন তিনি।

ধোনি অবশ্য সেদিন হাল ছেঁড়ে দেননি। ১০ ওভারই বোলিং করিয়েছিলেন শামিকে দিয়ে। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ওভার পার্ট টাইমার দিয়ে করানো সম্ভব ছিল না। কোটা পূরণের জন্য শামিকে অনুরোধ করে ভারতের সাবেক অধিনায়ক বলেছিলেন, 'তুমি ৬০'র ওপর রান দেও সমস্যা নেই'। বিশ্বকাপ চলাকালীন ভারতীয় দলের ফিজিও নিতিন প্যাটেল শামিকে আত্মবিশ্বাস দিয়েছিলেন।
এই প্রসঙ্গে শামি বলেন, 'বিশ্বকাপের প্রথম ম্যাচের পর আমার পা ভেঙে যায়। প্রতিদিন খেলা শেষে আমার থাই এবং হাঁটু একই সাইজের থাকতো। ডাক্তার এখান থেকে প্রতিদিন ফ্লুয়িড বের করতো। পেইনকিলার খেয়ে চলতে হতো প্রতিদিন। বিশ্বকাপ সেমিফাইনলের আগে ম্যানেজম্যান্টকে বলেছিলাম আমি আর সহ্য করতে পারছি না। মাহি ভাই এবং ম্যানেজম্যান্ট তারপরও আমার ওপর আস্থা রেখেছিল।'
'সেমিফাইনালে প্রথম ওভার করার পর ১৩ রান দেই এরপর মাহি ভাইকে গিয়ে বলি আর বোলিং করতে পারছি না। সে তখন বলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্ট-টাইমার ১০ ওভার ব্যবহার করতে পারবেন না, ৬০ ওভার রান দিলেও ১০ ওভার পূরণ করো। জীবনে এমন পরিস্থিতিতে আগে পরিনি। অনেকেই বলেছিল সেই ম্যাচের পর যে আমার ক্যারিয়ার শেষ। দেখুন আমি এখনও খেলছি।'
২০১৫ বিশ্বকাপে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন শামি। ভাঙ্গা পা নিয়ে পুরো আসর খেললেও নিয়েছিলেন ১৭ উইকেট। ৭ ম্যাচ খেলে আসরের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকার করেছিলেন এই পেসার।