promotional_ad

বিকেএসপির জীবন নিয়ে বই লিখতে পারবেন সাকিব

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৯ বিশ্বকাপটা স্বপ্নের মতোই কেটেছিল সাকিব আল হাসানের। বিশ্বকাপের পর ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করে দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব। এর মধ্যে এক বছরের স্থগিত নিষধাজ্ঞা। নিষিদ্ধ থাকলেও করোনা মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নিয়ে নিয়মিতই সংবাদের শিরোনাম হচ্ছেন এই অলরাউন্ডার। 


আপাতত সবধরনের ক্রিকেটের বাইরে থাকা সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। কাল সেখান থেকেই ইন্সটাগ্রাম লাইভে নিজের বিকেএসপির জীবন নিয়ে কথা বলেছেন। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার জানিয়েছেন, সেই জীবনটাই তাঁর সবচেয়ে স্মরণীয় এবং মজার ছিল। সেই জীবনের স্মরণীয় ঘটনা নিয়ে বইও লিখবে পারবেন বলে জানিয়েছেন তিনি।



promotional_ad

এ প্রসঙ্গে সাকিব বলেন, 'আমার সবচেয়ে স্মরণীয় ও সবচেয়ে মজার সময় ছিল বিকেএসপির সময়টা। হ্যা, প্রথম দুই-আড়াই মাস কঠিন ছিল। নতুন মানুষদের সঙ্গে পরিবার ছেড়ে একা একা থাকা...। কিন্তু এর পরের প্রতিটি দিন নিয়েই আমার মনে হয় আমি একটি করে বই লিখতে পারব। এতোই মজার ছিল আমার বিকেএসপি জীবন। এতোই মজা করেছি যে ছুটিতেও আমি বিকেএসপিতে যেতাম।'


নিষেধাজ্ঞার আগে ২০১৯ বিশ্বকাপে নিজেকে নতুন করে চিনিয়েছেন সাকিব। ৮ ম্যাচে ৬০৬ রান ও ১২ উইকেট উইকেট শিকার করে বিশ্বকাপের ইতিহাসের অংশ হয়ে গেছেন এই অলরাউন্ডার। ২০২৩ সালে ভারতে বসবে বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপে আরও গোছানো দল হবে বলে মনে করেন সাকিব।


এ প্রসঙ্গে বাংলাদেশের এই প্রাক্তন অধিনায়ক বলেন, 'খুব বেশি কিছু যে দরকার, তা নয়। আমার কাছে মনে হয়ে যা দরকার সেটা আছে। এখন যেই দলটা আছে, সেখানে মোটামুটি সবই আছে। তবে ক্রিকেটারদের পরিচর্যা অনেক বেশি দরকার। প্রস্তুতিটা ভালো হওয়া দরকার। আমার মনে হয় আমরা খুব ভালো দল হয়েই ২০২৩ বিশ্বকাপ খেলতে যেতে পারব।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball