ভাইয়া চেক ঢাকায়...

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনাভাইরাসের প্রকোপের কারণে সারা বিশ্বের ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে আছে। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সিসিডিএম। এমন অবস্থায় ক্রিকেটারদের সহযোগীতায় এগিয়ে এসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘটা করেই তারা চুক্তির বাইরে থাকা ৯৬জন ক্রিকেটারকে আর্থিক সহায়তা দিচ্ছে বলে ঘোষণা দিয়েছিল।
চুক্তির বাইরে থাকা ঢাকা প্রিমিয়ার লিগ খেলা ক্রিকেটারদের জন্য বরাদ্দকৃত অনুদানের চেক ১২টি ক্লাবের কাছে হস্তান্তর করেছে বিসিবি। যদিও সারা দেশ লকডাউন থাকায় সেই চেক এখনও বুঝে পাননি অনেক ক্রিকেটার। বিশেষ করে ঢাকার বাইরে থাকা ক্রিকেটাররা চেক বুঝে না পাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আবাহনী লিমিটেডের ডানহাতি পেসার শহিদুল ইসলাম ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে জানিয়েছেন বিসিবির দেয়া তিন মাসের অগ্রিম বেতন এবং অনুদানের চেক কোনটিই সংগ্রহ করতে পারেননি তিনি।

নারায়ণগঞ্জের এই ক্রিকেটার বলেন, 'আমি আসলে বোর্ডের সাথে এখনও যোগাযোগ করি নি। আমার অ্যাকাউন্টে সমস্যা রয়েছে তো, বেতনটা অ্যাকাউন্টে সরাসরি আসে না। চেক গিয়ে নিয়ে আসতে হয়। বোর্ডতো যারা এবারের প্রিমিয়ার লিগে অংশ নিয়েছে তাদের সবাইকে ৩০ হাজার টাকা করে দিয়েছে। আমি কোনোটাই সংগ্রহ করিনি এখনও। আসলে এখন যাওয়াটাই সমস্যা তো চেষ্টা করি যত বাসা থেকে না বের হয়ে পারি।'
ঢাকার বাইরের আরেক ক্রিকেটার ইয়াসিন আরাফাত মিশু জানিয়েছেন, তিনি বেতনের টাকা বুঝে পেলেও তাঁর অনুদানের চেক ঢাকায়। পরিস্থিতি স্বাভাবিক হলে চেক আনতে যাবেন বলে জানিয়েছেন তিনি। এখন তিনি নোয়াখালীতে নিজ বাসস্থানে অবস্থান করছেন। এই ডানহাতি পেসার বলেন, 'আমার বেতন যা ছিল সেটা আমি পেয়েছি কিন্তু আমার চেক ঢাকায়। আমি যাইও নাই, আনিও নাই। ওইখানেই আছে। সবকিছু ঠিকঠাক হলে তারপর যাব।'
লিজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটার আল আমিন হোসেন জুনিয়র জানিয়েছেন, বিসিবির সঙ্গে সেভাবে যোগাযোগ না হলেও বেতনের টাকা পেয়েছেন তিনি। তাই বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আল আমিন বলেছেন, 'ওইরকম ভাবে আসলে বিসিবির সাথে আমাদের কোনো যোগাযোগ হয় নাই। স্যালারি যেটা ছিল অগ্রিম তিন মাসের টা আমরা পেয়ে গেছি। যেটা সাধারণত আমরা জুন জুলাইয়ের দিকে পাই সেটা আগেই পেয়ে গিয়েছি।'