promotional_ad

ধোনিকে সর্বকালের সেরা ফিনিশার বলছেন হাসি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইকেল হাসির চোখে সর্বকালের সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। খেলোয়াড়ি জীবনে হাসি নিজেও ছিলেন একজন দুর্দান্ত ফিনিশার। ব্যাট হাতে অসংখ্য ম্যাচে অস্ট্রেলিয়াকে একা জিতিয়েছেন। যদিও নিজের চোখে সেরা ফিনিশার হিসেবে ধোনির নামটিই নিয়েছেন তিনি।


সম্প্রতি ক্রিকইনফোর একটি প্রোগ্রামে সঞ্জয় মাঞ্জরেকারের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন হাসি। প্রচন্ড চাপের মধ্যেও ঠান্ডা মস্তিষ্কে খেলা শেষ করে আসার ক্ষমতাই সবার চেয়ে ধোনিকে আলাদা করে রেখেছে বলে মনে করেন মিঃ ক্রিকেট খ্যাত এই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান।



promotional_ad

এ প্রসঙ্গে হাসি বলেন, 'আমার মতে, সে (মহেন্দ্র সিং ধোনি) সবসময়ের সেরা ফিনিশার। এটা হয়ত খানিকটা বিতর্কের জন্ম দেবে, কারণ সময়ের সঙ্গে দুর্দান্ত অনেক ফিনিশার এসেছে। কিন্তু প্রতিপক্ষ কী করার চেষ্টা করছে, সেটা বোঝার ও সেই প্রচণ্ড চাপের সময়ও ধীরস্থির থাকার মানসিক সামর্থ্য আছে তার। প্রতিপক্ষের চেয়েও সে বেশি শান্ত থাকে। অনেক সময় দেখা যায়, শেষ ওভারের আগের ওভারটি সবচেয়ে ভালো বোলারকে দিয়ে করিয়ে সে প্রতিপক্ষ অধিনায়ককে চমকে দেয়!'


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসে লম্বা সময় খেলেছেন হাসি। তাই আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষ এবং আইপিএলে সতীর্থ হিসেবে ধোনিকে দেখার অভিজ্ঞতা আছেন হাসির। সেই অভিজ্ঞতা থেকেই ধোনিকে ইতিহাসের সেরা ফিনিশারের মর্যাদা দিয়েছেন এই অজি গ্রেট।


আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল মিলিয়ে অনেকবার ভারতকে ব্যাট হাতে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন ধোনি। দেশের মাটিতে ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ধোনির অপরাজিত ৯১ রানের ইনিংসটি ক্রিকেটীয় ইতিহাসেরই অংশ হয়ে গেছে। তাই হাসির এমন মন্তব্যে বিতর্কের কারণ নেই।



অন্য ফিনিশারদের চেয়ে ধোনি কোথায় এগিয়ে তা ব্যাখ্যা করতে গিয়ে হাসি বলেন, 'তার আরেকটি সামর্থ্য আছে, যা অনেক ফিনিশারেরই নেই, সেটা হলো অবিশ্বাস্য জোর। সে জানে, কখন বল সীমানা ছাড়া করতে হবে এবং সে তা করতে পারে। অমন আত্মবিশ্বাস আমার ছিল না। তার মানসিক সামর্থ্য, স্থিরতা ও জোর এমন, সে জানে, যখনই প্রয়োজন ছক্কা মারতে পারবে এবং ধারাবাহিকভাবেই এটা করে আসছে। তার প্রক্রিয়াই তার আত্মবিশ্বাস বাড়িয়েছে, আমার মতে তাই সে সেরা।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball