promotional_ad

করোনায় প্রাণ গেল পাকিস্তানি ক্রিকেটারের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মহামারী করোনাভাইরাস আঘাত হেনেছে বিশ্বের ক্রীড়াঙ্গনেও। গত কয়েকদিনে এর প্রভাবে বেশ কিছু ফুটবলার এবং ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তি প্রাণ হারিয়েছেন। ফুটবল ছেড়ে এবারে করোনা আঘাত হানলো ক্রিকেট মঞ্চে। এবং শিকার হিসেবে বেছে নিল সাবেক পাকিস্তানি ক্রিকেটার জাফর সরফরাজকে।


সোমবার (১৯ এপ্রিল) পেশোয়ারে জাফর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তিনি পেশোয়ারেরই একটি হাসপাতালে আইসিইউতে ছিলেন। তিনদিন ভেন্টিলেটরে থাকার পর সোমবার মৃত্যুর কাছে হার মানেন ৫০ বছর বয়সী এই ব্যাটসম্যান।


promotional_ad

সোমবার রাতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর আগে পেশোয়ারের একটি বেসরকারি হাসপাতালে তিনদিন ধরে আইসিইউতে ভেন্টিলেটরে ছিলেন বাঁহাতি সরফরাজ।


জীবদ্দশায় আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার সুযোগ হয়ে উঠেনি তাঁর। ১৯৮৮ সালে ক্রিকেট ক্যারিয়ার শুরু করা সরফরাজ ১৯৯৪ সালে অবসর নেবার আগ পর্যন্ত খেলেছেন  ১৫টি প্রথম শ্রেণি ও ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ।


কিন্তু ক্রিকেটের এই দুই ফরম্যাটের কোনোটিতেই খুব একটা সুবিধা করতে পারেননি এই বাঁহাতি মিডল অর্ডার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ ম্যাচের ২৫ ইনিংসে ব্যাট করে তার সংগ্রহ ৬১৬ রান। সেঞ্চুরির দেখা না পেলেও এখানে রয়েছে তাঁর ৪টি ফিফটি। অপরদিকে পঞ্চাশ ওভারের ক্রিকেটে তার সংগ্রহ সর্ব সাকুল্যে ৯৬ রান।


১৯৯৪ সালে মাত্র ৩৫ বছর বয়সে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে নাম লেখান কোচিংয়ে। চলতি শতকের শুরুর দিকে পেশোয়ার অনূর্ধ্ব-১৯ এবং মূল দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন সরফরাজ।


উল্লেখ্য, এখনও পর্যন্ত পাকিস্তানে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪৯৬ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৯৩ জন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball