promotional_ad

সবচাইতে প্রিয় ইনিংস কোনটি, জানালেন তামিম

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ তামিম ইকবাল। টেস্টে এই ওপেনারের রয়েছে ৯টি সেঞ্চুরি এবং ২৭টি হাফ সেঞ্চুরি। তবে এর মধ্যে তাঁর ক্যারিয়ারের সবচাইতে প্রিয় ইনিংসটি এসেছে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে।


সেবার প্রথমবারের মতো ইংল্যান্ডকে টেস্টে পরাজিত করে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে ইংলিশদের ১০৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে মুশফিকুর রহিমের দল।


promotional_ad

ঐতিহাসিক এই জয়ের পেছনে অগ্রণী ভূমিকা পালন করেন ওপেনার তামিম ইকবাল। ব্যাটিং বিরুদ্ধ উইকেটেও প্রথম ইনিংসে ১৪৭ বলে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংসের সুবাদেই ২২০ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ।


জবাবে প্রথম ইনিংসে মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলামের বোলিং ঘূর্ণিতে ২৪৪ রানে অলআউট হয় সফরকারী ইংল্যান্ড। সম্প্রতি দেশের শীর্ষ দৈনিক কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে সেই ইনিংসটির স্মৃতিচারণ করেছেন তামিম। 


ব্যাটিং বিরুদ্ধ উইকেটে সেঞ্চুরি করার অভিজ্ঞতা জানাতে গিয়ে তামিম বলেন, 'টেস্টে আমার প্রিয় ইনিংস ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিটি। দুটি কারণে। প্রথমত ওই উইকেটে ব্যাটিং করা ছিল ভীষণ কঠিন। দ্বিতীয়ত সেই প্রথম টেস্টে ইংল্যান্ডকে হারাই আমরা।'


সেই টেস্টে উইকেট এতটাই বোলিং বান্ধব ছিল যে প্রতি মুহূর্তে আউটের ভয় কাজ করছিল তামিমের। কিন্তু এরপরেও দারুণ লড়াই করে তুলে নিয়েছেন সেঞ্চুরি। সেই ইনিংসটিকে তাই ডাবল সেঞ্চুরির সমান হিসেবে মনে করছেন টাইগার ওপেনার। 


তামিমের ভাষ্যমতে, 'সেই ইনিংসে প্রতি ওভারে এক-দুই তিনটি ডেলিভারিও পাচ্ছিলাম যেখানে আউট হতে পারতাম। এত কঠিন ছিল উইকেট। পুরো সিরিজে দুই দলের আর কেউ সেঞ্চুরি করেনি। আমার সেই সেঞ্চুরির মূল্য তাই ডাবল সেঞ্চুরির মতোই।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball