promotional_ad

সব ধরণের ক্রিকেট ছাড়লেন শরিফ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের পেসার মোহাম্মদ শরিফ। এর মধ্য দিয়ে ২০ বছরেরও খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন তিনি।


শনিবার (১১ মার্চ) সংবাদমাধ্যমকে নিজের অবসরের কথা জানিয়েছেন। শরিফ বলেছেন, 'আমি সিদ্ধান্ত নিয়েছি সব ধরণের ক্রিকেট ছাড়ার, যদিও আমি মনে করি আরও দুই বছর ক্রিকেট খেলতে পারবো।'


promotional_ad

খেলোয়াড়ি জীবন শেষ করলেও ক্রিকেটের সঙ্গেই থাকতে চান শরিফ। তিনি কাজ করতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে। তাঁর বিশ্বাস বিসিবিতে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন তিনি।


এ প্রসঙ্গে শরিফের ভাষ্য, 'আমি বিসিবির সঙ্গে কাজ করতে চাই সামনের দিনগুলোতে। সম্ভবত আমি আমার লম্বা ক্যারিয়ারের অভিজ্ঞতা সেখানে কাজে লাগাতে পারবো। আশা করি এখন তরুণ ক্রিকেটাররা আমার জায়গায় সুযোগ পাবে।'


২০০১ সালে মাত্র ১৭ বছর বয়সেই জাতীয় দলে জায়গা করে নেন শরিফ। এরপর ১০টি টেস্ট এবং ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। বল হাতে মোট ২৪টি উইকেট নেন ডানহাতি এই পেসার।


প্রথম শ্রেণির ক্রিকেট অবশ্য দারুণ সফল ছিলেন শরিফ। ১৩২ ম্যাচে ৩৯৩টি উইকেট নিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০ উইকেট না নিতে পারাই শরিফের সবচেয়ে বড় আক্ষেপ হয়ে থাকবে।


করোনাভাইরাসের প্রভাবে থমকে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ যদি শুরু হয় আবার, তাহলে লিস্ট 'এ' ক্রিকেট দিয়েই ক্যারিয়ারের ইতি টানবেন শরিফ। আর যদি না হয় এখানেই থামবেন এই লড়াকু ক্রিকেটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball