কোয়ারেন্টিনে ৯০ দশকে ফিরে গেছেন মুমিনুল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনা থমকে দিয়েছে ২২ গজে দেশের ক্রিকেটারদের আনাগোনা। লকডাউনের কারণে সকলের মত গৃহবন্দী রয়েছেন খেলোয়াড়রাও। কিন্তু কথায় আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। ঘরে বসেই তাঁরা দেদারসে চালিয়ে যাচ্ছেন অনুশীলন।

ব্যতিক্রমী নন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ঘরে থেকেই তিনি চালিয়ে যাচ্ছেন তাঁর ফিটনেস কার্যক্রম এবং অনুশীলন। যদিও কিছুটা হতাশ তারপরও তিনি চালিয়ে যাচ্ছেন রুটিন ওয়ার্ক।
শুধু তাই নয়। কোয়ারেনটিনে থেকে নিয়মিত দেখছেন শচীন টেন্ডুলকারের ব্যাটিং। দেখে দেখে রপ্ত করছেন শচীনের ব্যাটিং স্টাইল।
সম্প্রতি ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ সকল কথা বলেন। মুমিনুল বলেন, "আমি ঠিকভাবে অনুশীলন করতে না পারার বিষয়ে কিছুটা হতাশ। তবে আমি ভিজ্যুয়ালাইজেশন এবং মনোযোগী হয়ে ব্যাট করার চেষ্টা করছি বলে আমি খুব বেশি চিন্তিত নই। অন্যথায় আমি দৌড়াচ্ছি এবং আমার ফিটনেসও ঠিক রাখাতে চেষ্টা করছি।'
তিনি আরও বলেন, 'আমি নিজের ম্যাচের হাইলাইটগুলি খুব কমই লক্ষ্য করি। আমি শচীন টেন্ডুলকারের ব্যাটিং দেখছি। আমি টেস্ট, ওয়ানডে হাইলাইটস এবং ৯০-এর দশকের ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচগুলোও দেখি।'