করোনা মোকাবিলায় এগিয়ে আসলেন আকবররা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসে থমকে গেছে সবকিছু। এমন সময় ঘরে বসেই সময় কাটছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশের ক্রিকেটারদের। তবুও করোনা পরিস্তিতি মোকাবিলায় এবার তারা এগিয়ে এসেছেন।
যুব দলের ক্রিকেটার এবং কর্মকর্তারা নিজেদের সাধ্য অনুযায়ী একটি তহবিল গঠন করছেন। এই বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট ম্যানেজার কাওসার আহমেদ।

তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে কর্মকর্তা যারা যুক্ত ছিলেন তারাও এই তহবিলে সহায়তা করবেন। তবে কি পরিমাণ অর্থ এই তহবিলে দেয়া হবে এই বিষয়ে নিশ্চিত কিছু জানাননি তিনি। তাঁর ধারণা আড়াই লাখ টাকার মতো অনুদান দেয়া হতে পারে।
কাওসার বলেছেন, 'করোনাভাইরাসের প্রকোপের কারণে ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য আমরা তহবিল গঠনের চেষ্টা করছি। আমরা আমাদের সাধ্যমতো সহায়তা করবো। আশা করছি আড়াই লাখ টাকার মতো পাবো এবং এটি কোয়াবের হাতে তুলে দেয়া হবে। ক্রিকেটারদের পক্ষ থেকে তারা এই অনুদান অসহায়দের কাছে পৌঁছে দেবে।'
করোনার পরিস্থতিই মোকাবিলায় কদিন আগেই নিজেদের বেতনের ৫০ শতাংশ অনুদান দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এবার তাদের পাশাপাশি যুব দলের ক্রিকেটাররাও এগিয়ে এসেছেন। যুব বিশ্বকাপ দলের স্কোয়াডে থাকা ১৬ খেলোয়াড় ও ৮ কর্মকর্তার অনুদানেই এই তহবিল হচ্ছে।