উইলিয়ামসন নন, নিউজিল্যান্ডের বর্ষসেরা সাউদি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কেন উইলিয়ামসন নন, ২০১৯-২০ মৌসুমে নিউজিল্যান্ডের বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হয়েছেন টিম সাউদি। অপরদিকে নারীদের মধ্যে বর্ষসেরা হয়েছেন সোফি ডিভাইন। বর্ষসেরা হিসেবে এই দুই ক্রিকেটারকে বেছে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। 


এই নিয়ে দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সাউদি। তিন ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য এই খেতাব অর্জন করলেন তিনি। ফলে প্লেয়ার্স ক্যাপ পুরস্কারও উঠেছে তাঁর হাতে। টি-টোয়েন্টির বর্ষসেরা খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ভোট পেয়েছেন সাউদি। 


promotional_ad

২০১৩ সালে সর্বশেষ প্লেয়ার্স ক্যাপ পুরস্কার জিতেছিলেন সাউদি। সাউদি ছাড়াও কেন উইলয়ামসন এবং রস টেলর দুইবার করে এই পুরস্কার জিতেছেন। বাকিরা জিতেছেন একবার করে। 


নারীদের ক্রিকেটে এই নিয়ে টানা তৃতীয়বার বর্ষসেরা হয়েছেন ডিভাইন। টি-টোয়েন্টি ফরম্যাটে কিউইদের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের সেরা খেলোয়াড় ছিলেন ডিভাইন।


২০১৯-২০ মৌসুমে ৮টি ম্যাচে ৪২৯ রান করেন ডিভাইন। যেখানে তাঁর ব্যাটিং গড় ৭১.৫০। একই সঙ্গে ২১.১৪ গড়ে ৭ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। ওয়ানডেতে বর্ষসেরা হয়েছেন সুজি বেটস। 


আর হেলি জেনসেন টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। এছাড়া পুরুষদের মধ্যে বর্ষসেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিল ওয়েগনার। আর ওয়ানডের সেরা হয়েছেন লকি ফার্গুসন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball