সম্মান থাকতেই অবসর নাওঃ রমিজ রাজা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই ক্রিকেটকে বিদায় বলতে চান শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজ। ইংল্যান্ড বিশ্বকাপের পর দলের বাইরে ছিলেন দুজনই। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকপকে সামনে রেখে অভিজ্ঞ এই দুই ক্রিকেটারকে ফেরানো হয় বাংলাদেশের বিপক্ষে সিরিজে।
আসন্ন বিশ্বকাপে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় রয়েছেন মালিক এবং হাফিজ। তবে এই দুজনকেই সম্মানের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পরামর্শ দিয়েছেন রমিজ রাজা। পাকিস্তানের সবেক এই ক্রিকেটার মনে করেন, এই দুজনের অবসর ইতিবাচক হবে দেশের ক্রিকেটের জন্য।

রমিজ রাজা বলেন, ‘তাদের উচিত (হাফিজ-মালিক) সম্মান থাকতেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো। তবে তাদের প্রতি পাকিস্তানের ক্রিকেট কৃতজ্ঞ। কেননা তারা দেশকে অনেকবার দারুণ সাফল্য এনে দিয়েছেন।’
‘তারা যদি এখনই অবসর নেয় সেক্ষেত্রে পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো হবে। নতুনরা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে। ভবিষ্যতে শক্তিশালী দল গড়তে তরুণদের সুযোগ দেয়ার বিকল্প নেই।’
সম্প্রতি নিজের অবসর ইস্যুতে মুখ খুলেছিলেন মোহাম্মদ হাফিজ। সাফ জানিয়েছেন, ২০২০ বিশ্বকাপ খেলেই বিদায় বলবেন তিনি। হাফিজ বলেন,‘চলতি বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবো।’
শোয়েব মালিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন চার বছর আগে। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ বিশ্বকাপে। টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে তিনিও অবসরে যাবেন এ ঘোষণা দিয়েছিলেন আগেই।