promotional_ad

ক্ষতি পূরণে বিপিএলে চোখ বিসিবির

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের প্রাদুর্ভাবে থমকে আছে পুরো বিশ্ব। বন্ধ রয়েছে সব ধরণের স্পোর্টিং ইভেন্ট। ২২ গজের লড়াই বন্ধ হয়ে যাওয়ায় বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডকে।


তবে উল্টো চিত্র দেখা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। এখন পর্যন্ত ক্ষতির পরিমান বড় অংকে পৌছায়নি বোর্ডের। তবে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে এই ক্ষতি পোষানোর চিন্তাভাবনায় আছে বিসিবি।


সেই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ইভেন্টগুলোর দিকেও চেয়ে আছে বোর্ড। বিসিবির অর্থ বিভাগের প্রধান ইসমাইল হায়দার মল্লিক ডেইলি সানকে এসব জানিয়েছেন।



promotional_ad

ইসমাইল হায়দার বলেন, 'আমাদের বড় ক্ষতি হতে পারে এটারও একটা সম্ভাবনা আছে। কারণ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কেউ বলতে পারবে না। অবস্থার উন্নতি না হলে আমরা প্রতি বছর যা আয় করি তার ২০-২৫ শতাংশ কম হবে এবার।'


'৪০ কোটি টাকার মতো আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে আমাদের। আমরা আশাবাদী পরবর্তী বিপিএল দিয়ে এসব ক্ষতি পুষিয়ে নিতে পারবো। সঙ্গে আইসিসি এবং এসিসির ইভেন্ট তো আছেই।'


সল্প সময়ে ক্ষতির পরিমান বড় না হলেও দীর্ঘ সময়ে বিসিবিকে বিপদে ফেলতে পারে করোনাভাইরাস। কারণ সেপ্টেম্বরে এশিয়া কাপ এবং অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। চলমান পরিস্থিতিতে এই দুটি টুর্নামেন্ট বাতিল হয়ে গেছে বড় ক্ষতি হবে বিসিবির।


কারণ বিসিবির বার্ষিক আয়ের বড় একটা অংশ আসে আইসিসির ইভেন্টগুলো থেকে। এছাড়া বিপিএল বাতিল হলে আরও বিপদে পরতে হতে পারে দেশের ক্রিকেট বোর্ডকে।



ইসমাইল হায়দার আরও বলেন, 'আমাদের আয়ের বড় একটা অংশ আসে আইসিসি এবং এসিসির আয়োজিত টুর্নামেন্টগুলো থেকে। এছাড়া বিপিএল তো আছেই। তাই বিপিএল, এসিসি এবং আইসিসির ইভেন্টগুলো না হলে বড় ক্ষতি হবে আমাদের।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball