মিসবাহের কঠোর সমালোচনা করলেন ইউসুফ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
একটা সময় পাকিস্তান ক্রিকেট দল ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পুরো টালমাটাল হয়ে পড়েছিল। সেই সময় ত্রাতা হয়ে অস্থিরতা বিরাজমান সেই দলের দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছিলেন মিসবাহ উল হক। এরপর আর পেছনে ফিরে তাকায়নি পাকিস্তান।
খেলা দিয়ে ঘুচিয়েছেন দলের কালিমা। সেই সঙ্গে দলকে টেস্ট ফরম্যাটে এক নম্বরে তুলে আনা সহ অনেক বড় বড় সাফল্য এসেছে এই মিসবাহরই হাত ধরে। এক কথায় বলতে গেলে পাকিস্তান ক্রিকেটে মিসবাহের অবদানের শেষ নেই।

এমন দায়িত্বের পরিচয় দেয়া মিসবাহ অবসর নিলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁকে দিয়ে বসে আরও বড় দায়িত্ব। পাকিস্তান দলের হেড কোচ, সঙ্গে আবার প্রধান নির্বাচকের দায়িত্বও মিসবাহকে পালন করতে হচ্ছে এখন।
কিন্তু পিসিবির এমন সিদ্ধান্তে বেশ নাখোশ পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ ইউস??ফ। তিনি মনে করেন এক ব্যক্তির এতো দায়িত্ব নেয়াটা উচিৎ নয়। এতে করে কাজের ক্ষতি হয়।
মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমি বুঝি না, একজন মানুষকে কেন এত এত দায়িত্ব দেয়া হলো। আর মিসবাহ এই দায়িত্ব যেভাবে পালন করছে, আমি তো কোনো পরিকল্পনাই দেখতে পাচ্ছি না।।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই মোহাম্মদ হাফিজ আর শোয়েব মালিকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের দলে ফিরিয়েছেন মিসবাহ। কিন্তু তাতেও সমস্যা ইউসুফের।
ইউসুফ মনে করছেন, এটা ঠিক হয়নি। সাবেক এই কিংবদন্তি বলেন, ‘কেন হাফিজ আর মালিককে আবারও ডাকা হলো? অস্ট্রেলিয়ার মাটিতে তাদের রেকর্ড তো পরিষ্কার। পাকিস্তান ক্রিকেট তো পেছনের দিকে হাঁটছে।’