promotional_ad

বেতন কর্তন প্রস্তাবকারীকে ধুয়ে দিলেন গাভাস্কার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের প্রভাবে থমকে আছে বিশ্বের ক্রিকেটাঙ্গন। সেই সঙ্গে থেমে গিয়েছে ক্রিকেট বোর্ডগুলোর আয়। আর্থিক ক্ষতি চোখ রাঙ্গাচ্ছে বোর্ডগুলোকে। যা পোষাতে ইতোমধ্যেই ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) খেলোয়াড়দের বেতন কাটার চিন্তা ভাবনা করতে শুরু করেছে। তাদের দেখাদেখি ভারতের বোর্ডও ইঙ্গিত দিয়েছে খেলোয়াড়দের বেতন কাটার।


ক্রিকেটারদের সংগঠনের প্রধান অশোক মালহোত্রা এরই মধ্যে খেলোয়াড়দের জানিয়েছেন, বেতন কাটার ব্যাপারে প্রস্তুত থাকতে এবং এমন সিদ্ধান্ত এলে তারা যেন রাজি হয়ে যায়। বোর্ডের এমন প্রস্তাবে প্রচন্ড ক্ষেপেছেন সাবেক ভারতীয় অধিনায়ক সুনিল গাভাস্কার।



promotional_ad

ভারতীয় একটি দৈনিকে লেখা কলামে রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি অশোককে। বলেছেন, নিজের পকেট থেকে গেলে বেতন কাটার কথা আর ভালো লাগত না অশোকের।


গাভাস্কার লিখেছেন, ‘আমি অবাক হয়েছি ভারতীয় ক্রিকেটারদের সংগঠনের প্রধানের কথায়। যেখানে তিনি বলেছেন, ভারতের আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন কেটে রাখা উচিৎ।’


তিনি আরও লিখেন, ‘যে কেউ বুঝতে পারবে যে, তিনি (মালহোত্রা) হয়তো বিসিসিআইয়ের পক্ষে দাঁড়িয়েছেন। কিন্তু কোন প্রেক্ষাপটে তিনি বেতন কাটার কথা বলছেন? আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেটাররা প্লেয়ার্স বডির অংশ নয়, তাই তিনি ওদের পক্ষে কথা বলতে পারেন না। নিজের পকেট থেকে না গেলে, বেতন কাটার কথা বলা খুবই সহজ।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball