আন্তর্জাতিক সূচির সময় আইপিএল চান পিটারসেন

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ইতোমধ্যেই ১৭ দিন পিছিয়ে নেয়া হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে করোনাভাইরাসের এই প্রকোপের সময় আইপিএল হওয়া নিয়ে এখনও আছে শঙ্কা। ১৫ এপ্রিল যদি আইপিএল শুরু না হয়, তাহলে এই আসরটিকে জুলাই-আগস্টে নিয়ে যাওয়ার পক্ষে পরামর্শ দিয়েছেন কেভিন পিটারসেন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়কের মতে, আন্তর্জাতিক সূচির সময় হলেও আইপিএল হওয়া উচিত।
তিনি বলেন, 'জুলাই-আগস্টে আইপিএল শুরু হোক। আমি বিশ্বাস করি, আইপিএল অবশ্যই শুরু হওয়া দরকার। আইপিএল-এর মাধ্যমেই ক্রিকেট মৌসুম শুরু হোক।'

প্রয়োজনে আইপিএলের দৈর্ঘ্য কমিয়ে এবং দর্শকের আগমন বন্ধ করে আইপিএল করা উচিত, মনে করছেন পিটারসেন।
তিনি আরও বলেন, 'সারা বিশ্বের সব ক্রিকেটারই আইপিএল-এ খেলতে মরিয়া। ফ্র্যাঞ্চাইজিগুলির কিছু টাকা পাওয়া উচিত। তিনটি মাঠে খেলা হতে পারে। মাঠে দর্শকদের প্রবেশাধিকার থাকা উচিত নয়। তিন-চার সপ্তাহ ধরে এই প্রতিযোগিতা চলুক।
এমন তিনটি কেন্দ্র বেছে নেওয়া হোক, যে মাঠগুলি সুরক্ষিত। আমার মনে হয়, দর্শকদের এই পরিস্থিতিতে ঝুঁকি নেওয়া উচিত নয়। তাঁদের বোঝা উচিত, তাঁরা এই মুহূর্তে সরাসরি মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না। কিন্তু খেলা তো দেখা যাবে।'
ভারতের অর্থনৈতিক চাকা সচল রাখতেও আইপিএল জরুরি, বলেছেন পিটারসেন। শেষদিকে বলেন, 'যে মুহূর্তে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাওয়া যাবে, তখনই আইপিএল শুরু হোক। আইপিএল শুধু মুম্বই ইন্ডিয়ান্স, (মহেন্দ্র সিংহ) ধোনি বা বিরাট কোহলির ব্যাপার না, এই প্রতিযোগিতার সঙ্গে আরও অনেক মানুষের রুজি-রোজগার জড়িত। ফলে আইপিএল শুরু হলে অর্থনীতি চাঙা হবে।'