promotional_ad

ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থা চালু করছেন মাশরাফি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাস ছাড়াও অন্যান্য রোগে আক্রান্তরা যেন সঠিক চিকিৎসা পায়, এ কারণে ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থা চালু করছেন মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে এই উদ্যোগ নিয়েছেন।


দ্বীপ বিশ্বাস এবং স্বপ্না রানি সরকার নামের দুই ডাক্তার নড়াইলের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবেন এবং দুস্থদের সঠিক চিকিৎসা প্রয়োগের যথার্থ চেষ্টা চালাবেন।



promotional_ad

একটি ভিডিও বার্তায় মাশরাফি বলেন, 'নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন আগামি পরশু থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থা চালু করছে। আমরা মনে করছি খাদ্য দ্রব্যের পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিৎসাও জরুরি।


কেননা করোনা রোগ ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন, তাঁরা যেন সঠিক চিকিৎসা পায় এজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এই মুহূর্তে আমরা দুজন ডাক্তার দিয়ে শুরু করছি। ডক্টর দ্বীপ বিশ্বাস এবং ওনার সহধর্মিণী ডক্টর স্বপ্না রানি সরকার।'


করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে অবশ্য আরও আগেই এগিয়ে আসেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি। নিজ এলাকায় ব্যক্তিগত তহবিল থেকে ১২০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।



এছাড়া চিকিৎসক ও নার্সদের জন্য সর্বমোট ৫০০টি সুরক্ষা পোশাক (পিপিই) দেয়ারও ঘোষণা দেন মাশরাফি। তাছাড়াও ক্রিকেটারদের গড়া তহবিলে ২ লাখ ২৫ হাজার টাকা দেন মাশরাফি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball