কোচদের চাওয়া ফের মাঠে ফিরুক খেলা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনাভাইরাসের কারণে মাত্র এক রাউন্ড পরই স্থগিত হয়ে গেছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত মাঠে ফের গড়াচ্ছে না এবারের ডিপিএল। ফলে অনেকটা বিপাকে পরতে হয়েছে অংশগ্রহণকারী দলগুলোকে।
আবাহনী, মোহামেডান, শেখ জামাল বা গাজী গ্রুপ প্রিমিয়ার লিগের পরিচিত মুখ হলেও তারাও সংশয়ের মধ্যে দিন পার করছে। তবে এবারের লিগে প্রথম বিভাগ থেকে উঠে আসা দুই দল ডিওএইচএস স্পোর্টস ক্লাব এবং পারটেক্স স্পোর্টিং ক্লাব বাকিদের চেয়ে একটু বাড়তি ঝামেলায় পরেছে।
২০১৬-১৭ মৌসুমে শেষবার প্রিমিয়ার লিগে অংশ নেয় পার্টেক্স। জয় মাত্র একটিতে। ২০১৪-১৫ মৌসুমে সর্বশেষ সুযোগ পাওয়া ডিওএইচএস কোনো ম্যাচ না খেলেই প্রথম বিভাগে নেমে গিয়েছিলো। তাই এবারের প্রিমিয়ার লিগকে বাড়তি গুরুত্বের সঙ্গেই নিয়েছিল নতুন এই দুই দল।
এর প্রতিফলন দেখা গেছে মাঠেও। লিজেন্ডস অফ রুপগঞ্জকে হারিয়ে আসরের শুরুটা উড়ন্ত করে ডিওএইচএস। তবে আবাহনীর কাছে হেরে যায় পার্টেক্স। তারপরও দল নিয়ে আশাবাদী ছিলেন ক্লাব কর্মকর্তারা।

হুট করে টুর্নামেন্ট বন্ধ হলেও মাঠে ফেরার আশার আলো দেখেছে ক্লাবগুলি। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) জানিয়েছে, পরিস্থিত স্বাভাবিক হলে ছোট পরিসরে হতে পারে ডিপিএল।
১৫ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করবে সিসিডিএম। পরিস্থিতির উন্নতি হলে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন সিসিডিএম মেম্বার সেক্রেটারি আলি হোসেন।
সিসিডিএমের এই কথায় আশার আলো দেখলেও পার্টেক্স কোচ রেজাউল হক পুরো লিগ খেলতে চান। দলের ক্রিকেটারদের চাওয়াও একই। কিন্তু শেষ পর্যন্ত সিসিডিএম যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবে তার দল।
রেজাউল হক বলেন, 'আসলে লিগ বন্ধ হয়ে যাওয়াটা কারও হাতে ছিলনা, পরিস্থিতির কাছে সবাই হেরে গেছে। আমাদের বাসা ভাড়া নেওয়া আছে, প্লেয়াররা ফিরলে একসাথে উঠবে। এমনি খরচের একটা বিষয় আছে, এভাবে লিগ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিতো একটু হয়েছেই। ছোট পরিসরে তারা যেভাবে আয়োজন করতে চায় করবে।
'আমার মনে হয় এভাবে হুট করে সিদ্ধান্ত নিলে অনেকেরই ক্ষতি হতে পারে। আমি পুরো লিগই খেলতে চাই। আমার প্লেয়াররাও তাই চায়। ছোট করলে আবার কি নতুন নিয়ম হয় সেটাও দেখার বিষয়। শেষ পর্যন্ত যাই করবে তাই মেনে নিব।'
জয় দিয়ে আসর শুরু করা ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের সহকারী কোচ নাসির উদ্দিন ফারুকের চাওয়া খেলা আবারও মাঠে ফিরে আসুক। ছোট বড় যে কোনো পরিসরেই খেলতে রাজি তার দল।
নাসির উদ্দিন বলেন, 'এটা কীভাবে শেষ হবে না হবে সম্পূর্ণ বোর্ড ও সিসিডিএমের সিদ্ধান্ত। তবে আমার মনে হয় যদি খেলা হয় প্লেয়ারদের জন্য ভালো হবে। সেটা যেভাবেই হোক, ছোট পরিসর কিংবা বড় পরিসর। প্লেয়াররা যেন মাঠে আসতে পারে আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ।'
১৫ই মার্চ পর্দা উঠে এবারের প্রিমিয়ার লিগের। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের লিগের নাম দেয়া হয় বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেট ২০২০। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মাত্র একরাউন্ড পরই বন্ধ হয়ে যায় লিগ।