কামিন্সের বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ বাংলাদেশ সিরিজ

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
আগামি জুনে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। যদিও করোনাভাইরাস আতঙ্কের কারণে অন্যান্য স্পোর্টস ইভেন্টের মতো এই সিরিজের ভাগ্যও পেন্ডুলামের মতো দুলছে। এতো কিছু অবশ্য মাথায় নেই প্যাট কামিন্সের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরকে প্রস্তুতির মঞ্চ হিশেবে দেখছেন অস্ট্রেলিয়ার এই গতি তারকা।
কামিন্স বলেন, 'এখনও অনেক দৃশ্যপট বাকি। কী হবে কিছুই বলা যায় না। তবে আমার মনে হয়, আমরা ভাগ্যবান। কেননা আমাদের হাতে সময় আছে। বিশ্বকাপ এখনও ৬-৭ মাস দূরে।

এরমধ্যে অনেক কিছুরই পরিবর্তন হতে পারে। এর মাঝে আইপিএল, বাংলাদেশ সফর এবং ইংল্যান্ড সফরে আমরা প্রস্তুত হতে পারি।'
বাংলাদেশ সফরের মতো আইপিএল বা ইংল্যান্ড সফরের ভাগ্যও অনিশ্চিত। আইপিএল ইতোমধ্যেই ১৭ দিন পিছিয়ে ১৫ এপ্রিল নেয়া হয়েছে। যদিও বৈশ্বিক পরিস্থিতি যে পর্যায়ে যাচ্ছে তাতে এবারের আইপিএল না হওয়ার সম্ভাবনাই বেশি।
১১ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি খেলে ১৬ জুন দুই দলের ঢাকায় আসার কথা।
এরপর ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে দ্বিতীয় ও শেষ টেস্টের। টেস্ট সিরিজটির আগে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।