promotional_ad

সংক্ষিপ্ত পরিসরে হবে ঢাকা প্রিমিয়ার লিগ?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার ঝুঁকি অগ্রাহ্য করেই মাঠে গড়িয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ৭ম আসর। কিন্তু এক রাউন্ড পরই স্থগিত হয়ে যায় লিগটি। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) প্রথম আলোকে জানিয়েছে, পরিস্থিত স্বাভাবিক হলে সংক্ষিপ্ত পরিসরে হতে পারে ডিপিএল।


আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করছে সিসিডিএম। পরিস্থিতির উন্নতি হলে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন সিসিডিএম মেম্বার সেক্রেটারি আলি হোসেন। তিনি বলেন, 'আমরা ১৫ এপ্রিল পর্যন্ত দেখব। যদি পরিস্থিতির উন্নতি হয় তাহলে সংক্ষিপ্ত পরিসরে হলেও প্রিমিয়ার লিগ করার চিন্তা-ভাবনা আছে। সব ক্লাবের সঙ্গে আলাপ করেই সিদ্ধান্ত নেয়া হবে।'



promotional_ad

ওয়ানডে প্রিমিয়ার লিগের পর হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ। কিন্তু পরিস্থিতির কারণে টি-টোয়েন্টি লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা কম বলে জানিয়েছেন আলি হোসেন।


সিসিডিএমের মতো লিগ শুরুর জন্য অপেক্ষা করছে ক্লাবগুলোও। আবাহনীর ম্যানেজার শেখ মামুন বলেন, 'খেলা শুরু করা গেলে পুরো লিগই হতে পারে। রোজার মাসে খেলা হলে তো সমস্যা নেই। যদি পরিস্থিত ভালো হয়, আবাহনী চাইবে পুরো প্রিমিয়ার লিগ হোক।'


আবাহনীর মতো মোহামেডানও চাইছে লিগ শুরু হোক। সংক্ষিপ্ত পরিসরে হলেও টুর্নামেন্টটি শুরু হোক এমনটাই প্রত্যাশা তাদের। এমনকি গ্রুপিং সিস্টেমে খেলা মাঠে গড়ালেও আপত্তি নেই ক্লাবটির।



মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ বলেন, 'লিগটা যেন শেষ করা যায়, সেটার আবেদন আমরা করতে পারি। দুই গ্রুপ করেও যদি খেলা চালিয়ে দেয়া হয়, তাহলেও হবে। চ্যাম্পিয়ন দল ঘোষণা করা গেল। কারও অবনমন হলো না। এতে দলগুলোর আপত্তি থাকার কথা নয়। সিঙ্গেল লিগ করলে বেশি সময়ও লাগবে না।'


১৫ই মার্চ পর্দা উঠেছিল এবারের প্রিমিয়ার লিগের। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের লিগের নাম দেয়া হয়েছিল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেট ২০২০। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মাত্র এক রাউন্ড পরই বন্ধ হয়ে যায় টুর্নামেন্টটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball