promotional_ad

শঙ্কায় বাংলাদেশের নিউজিল্যান্ড সফরও!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত হতে পারে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট এমনটাই ইঙ্গিত দিয়েছেন। শুধু বাংলাদেশ সিরিজ নয়, বাতিল হতে পারে জুন-জুলাই মাসে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজগুলোও। মুমিনুলবাহিনীর বিপক্ষে সিরিজটি মাঠে গড়ানোর কথা চলতি বছরের আগস্টে।  


সামনে ব্যস্ত সূচি আছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু করোনার কারণে আপাতত স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। বন্ধ আছে সব ধরণের স্পোর্টিং ইভেন্ট। অবস্থার উন্নতি না হলে সব ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করছেন ডেভিড হোয়াইট।


ডেভিড বলেন, ‘পরিস্থিতি খুবই হতাশাজনক। বিশেষ করে যারা খেলার সঙ্গে জড়িত। তবে বড় চিত্রটা দেখতে হবে। করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব এখন বন্দী।'


promotional_ad

'এখন শুধু আমাদের লোকজনের ভালো থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, তা নয়, আমাদের সমাজের ভালোও দেখতে হবে। নিউজিল্যান্ড ক্রিকেটের ভাগ্য ভালো। আমরা যখন গ্রীষ্মের শেষে এসে পড়েছিলাম, তখন এই সংকট দেখা দেয়।’


নিউজিল্যান্ড সফরের আগে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। অজি দলপতি বর্তমান পরিস্থিতি বিবেচনায় আসন্ন সিরিজটি নিয়ে সন্দিহান। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।


পেইন বলেন, 'বিশ্বে এখন অনেক বড় ধরণের ঘটনা ঘটে যাচ্ছে। যা অবশ্যই খেলাধুলার চেয়ে অনেক বেশি এসবকে প্রাধান্য দিতে হবে। সব থেকে গুরুত্বের বিষয় হচ্ছে সবাই যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসে।'


'যেই অবস্থা চলছে, তাতে সিরিজ নাও হতে পারে। এটা বুঝতে আপনাকে আইনস্টাইন হতে হবে না। বিশেষ করে জুন মাসে। তবে সিরিজটি সম্পূর্ণ বাতিল হবে নাকি পিছিয়ে যাবে, এটা এখন বলা মুশকিল।'


করোনাভাইরাসের কারণে আপাতত বন্ধ আছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। বাতিল হয়ে গেছে পাকিস্তান সফরের শেষ ভাগ, স্থগিত হয়েছে আয়ারল্যান্ড সফর। এমন অবস্থায় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সিরিজ বাতিল হলে মাঠে ফিরতে আরও অপেক্ষা করতে হবে বাংলাদেশ দলকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball