২২ গজকে বিদায় জানালেন ফ্লিন
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ড্যানিয়েল ফ্লিন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন এই বাঁ-হাতি কিউই ব্যাটসম্যান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন ফ্লিন। এবার বিদায় জানালেন ঘরোয়া ক্রিকেটকে। আর এতেই পরিসমাপ্তি হল তাঁর ১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারের।

২০০৪ সালের জানুয়ারিতে নর্দান ডিস্ট্রিক্টের হয়ে ২২ গজে অভিষেক হয় ফ্লিনের। ক্লাবটির হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ ম্যাচে ২০টি সেঞ্চুরি করেছেন তিনি। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ব্ল্যাক-ক্যাপ মাথায় আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় ফ্লিনের। একই বছর মে মাসে ইংলিশদের বিপক্ষেই সাদা পোশাকের ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামেন তিনি।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৪টি টেস্ট খেলেছেন এই বাঁহাতি। ২৫.৯৫ গড়ে রান করেছেন ১০৩৮, যেখানে রয়েছে ৬টি হাফ-সেঞ্চুরি। আর ২০ ওয়ানডে খেলে সেঞ্চুরি ও ফিফটি ছাড়া ১৫.২০ গড়ে রান করেছেন ২২৮। এছাড়া ৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে করেছেন মাত্র ৫৯ রান।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৫ ম্যাচে ৩৫.০৪ গড়ে ফ্লিনের রান সংখ্যা ৭৮১৫। সেই সঙ্গে রয়েছে ২১টি শতক এবং ২৯টি অর্ধশতকের ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ইনিংস সর্বোচ্চ রান ২৪১। অপরদিকে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ১১৩ ম্যাচে করেছেন ২৭৫৩ রান। ক্রিকেটের এই সংস্করণে তাঁর রয়েছে ৫টি শতক এবং ১২টি অর্ধশতক।