promotional_ad

২২ গজকে বিদায় জানালেন ফ্লিন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ড্যানিয়েল ফ্লিন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন এই বাঁ-হাতি কিউই ব্যাটসম্যান।


আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন ফ্লিন। এবার বিদায় জানালেন ঘরোয়া ক্রিকেটকে। আর এতেই পরিসমাপ্তি হল তাঁর ১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারের।


promotional_ad

২০০৪ সালের জানুয়ারিতে নর্দান ডিস্ট্রিক্টের হয়ে ২২ গজে অভিষেক হয় ফ্লিনের। ক্লাবটির হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ ম্যাচে ২০টি সেঞ্চুরি করেছেন তিনি। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ব্ল্যাক-ক্যাপ মাথায় আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় ফ্লিনের। একই বছর মে মাসে ইংলিশদের বিপক্ষেই সাদা পোশাকের ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নামেন তিনি।


আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৪টি টেস্ট খেলেছেন এই বাঁহাতি। ২৫.৯৫ গড়ে রান করেছেন ১০৩৮, যেখানে রয়েছে ৬টি হাফ-সেঞ্চুরি। আর ২০ ওয়ানডে খেলে সেঞ্চুরি ও ফিফটি ছাড়া ১৫.২০ গড়ে রান করেছেন ২২৮। এছাড়া ৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে করেছেন মাত্র ৫৯ রান।


প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৫ ম্যাচে ৩৫.০৪ গড়ে ফ্লিনের রান সংখ্যা ৭৮১৫। সেই সঙ্গে রয়েছে ২১টি শতক এবং ২৯টি অর্ধশতকের ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ইনিংস সর্বোচ্চ রান ২৪১। অপরদিকে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ১১৩ ম্যাচে করেছেন ২৭৫৩ রান। ক্রিকেটের এই সংস্করণে তাঁর রয়েছে ৫টি শতক এবং ১২টি অর্ধশতক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball