৬৩৪ কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা ইসিবির

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গোটা ক্রিকেট বিশ্ব। দেশের ক্রিকেট বাঁচাতে নানা পদক্ষেপ নিচ্ছে আইসিসির সদস্য দেশগুলো। ঠিক যেমনটা নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি)।
নিজ দেশের ক্রিকেটকে বাঁচাতে ৬১ মিলিয়ন পাউন্ডের একটি সহায়তা প্যাকেজ গঠন করার সিদ্ধান্ত নিয়েছে তারা। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ৬৩৪ কোটি ৪০ লাখ টাকা। ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন।

৬১ মিলিয়ন পাউন্ডের মধ্যে ৪০ মিলিয়ন বরাদ্দ করা হয়েছে প্রথম শ্রেণী এবং কাউন্টি ক্রিকেটের জন্য। এই অর্থ আগামী মে থেকে জুলাই মাসের মধ্যে দেয়া হবে বলে জানানো হয়েছে ইসিবির পক্ষ থেকে। সংকটপূর্ণ এই পরিস্থিতিতে ক্রিকেটারদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন হ্যারিসন।
তিনি বলেন, 'আমরা বুঝতে পেরেছি যে এটি অনেক বড় চ্যালেঞ্জিং সময় এবং ক্রিকেট পরিবারের প্রত্যেক সদস্যকে যথাযথ সাপোর্ট দেয়া আমাদের কাছে সবচাইতে গুরুত্ব পাচ্ছে। কভিড-১৯ এর প্রকোপ যে আরো বাড়তে থাকবে এই ব্যাপারে আমরা অবগত আছি।'
উদ্ভূত পরিস্থিতিতে সকল ধরণের ক্রিকেট স্থগিত করেছে ইসিবি। ছয় সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে কাউন্টি চ্যাম্পিয়নশিপ। একই সঙ্গে বহুল আলোচিত একশ বলের টুর্নামেন্ট দ্যা হান্ড্রেডও বন্ধ করা হয়েছে আপাতত।