আইপিএল নিয়ে স্মিথের শঙ্কা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৯ মার্চ পর্দা ওঠার কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। কিন্তু করোনাভাইরাসের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে টুর্নামেন্টটি। এছাড়া ২১দিনের জন্য পুরো ভারত লক ডাউন করা হয়েছে। যা শেষ হবে ১৪ এপ্রিল।
এমন অবস্থায় এপ্রিলের তৃতীয় সপ্তাহে আইপিএল মাঠে গড়াতে পারে আশা করছেন অনেকেই। যদিও আইপিএল কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি। আপাতত সব কিছুই নির্ভর করছে মরনব্যাধি এই ভাইরাসের ওপর।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ মনে করেন, এই মুহূর্তে আইপিএল মাঠে গড়ানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। খেলা মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা থাকলেও নিজেকে মানসিক এবং শারীরিকভাবে ফিট রাখছেন রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটার।

সম্প্রতি এক সাক্ষাতকারে স্মিথ বলেন, 'আমার মনে হয় না এই মুহূর্তে আইপিএল হবে। এখন তারা বেশ কয়েকবার বৈঠক করে সিদ্ধান্তে পৌঁছাতে পারে। তারপরও এই পরিস্থিতিতে কিছুই বলা যাচ্ছে না।'
'খেলা হোক বা না হোক, আমি আমার কাজটা করে যাচ্ছি। নিজেকে মানসিক এবং শারীরিকভাবে ফিট রাখা আমার কাজ। এটাই করছি। বিশ্বে এখন অনেক কিছু ঘটছে। তাই আপনাকে একদিন একদিন করে ভাবতে হবে।'
রাজস্থান রয়্যালসে স্মিথের সতীর্থ জস বাটলার অবশ্য আশাবাদী, সংক্ষিপ্ত পরিসরে হবে এবারের এইপিএল। তবে বর্তমান বিশ্বের অবস্থার কথাও মাথায় রেখেছেন ইংলিশ এই উইকেটরক্ষক।
বাটলার বলেছিলেন, `এখনও তো কোনো খবর পাইনি। আমরা বুঝতে পেরেছিলাম আগেই বড় কিছু ঘটতে যাচ্ছে। ভবিষ্যত নিয়ে এভাবে শঙ্কায় থাকা সত্যি হতাশাজনক।'
`এই মুহূর্তে ইতিবাচক কিছুই দেখছি না আমি। যদিও বিশ্বের অন্যতম বড় একটি টুর্নামেন্ট আইপিএল। হতে পারে সংক্ষিপ্ত পরিসরে আইপিএল আয়োজন করছে শেষ পর্যন্ত।' আরও যোগ করেন ইংলিশ এই ক্রিকেটার।
রাজস্থান রয়্যালস এবং জাতীয় দলে বাটলারের সতীর্থ বেন স্টোকস আইপিএলকে মাথায় রেখেই প্রস্তুতি সারছেন। ইংলিশ এই অলরাউন্ডার আইপিএল মাঠে গড়ানোর ব্যাপারে আশাবাদী।
স্টোকস বলেছিলেন, 'এই মুহূর্তে আমার একটাই কাজ নিজেকে ফিট রাখা। আইপিএলকে সামনে রেখেই অনুশীলন চালিয়ে যাচ্ছি। আশা করছি ২০ এপ্রিল আইপিএল খেলতে মাঠে নামবো।'