মুক্ত স্টিভ স্মিথ, করতে পারবেন অধিনায়কত্ব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||
স্টিভ স্মিথ এখন পুরোপুরি মুক্ত। রবিবার শেষ হয়েছে তার অধিনায়কত্বের ওপর ২ বছরের নিষেধাজ্ঞা। ফলে অস্ট্রেলিয়াকে আবারও নেতৃত্ব দিতে পারবেন ডানহাতি এই ব্যাটসম্যান।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিংয়ের দায়ে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ। তার অধিনায়কত্বের ওপরও ২ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
মুক্ত হলেও আবারও অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে নাও দেখা যেতে পারে স্মিথকে। কারণ ডানহাতি এই ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ (ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক) এবং টিম পেইনের (টেস্ট অধিনায়ক) ওপরেই আস্থা রাখতে চান।

সম্প্রতি সময়ে বেশ কয়েকটি সাক্ষাতকারে এই কথা পরিষ্কার করে বলেছেন স্মিথ। দক্ষিণ আফ্রিকায় হুট করে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব পাওয়ার পর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ের তিন নম্বর দল অজিরা।
অ্যারন ফিঞ্চের হাত ধরে রঙ্গিন জার্সিতে সফল অস্ট্রেলিয়া। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে এই ওপেনারের নেতৃত্বে সেমিফাইনাল খেলে পাঁচ বারের ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়নরা।
২০১৮ সালে বল ট্যাম্পারিংয়ের দায়ে ১২ মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। ওপেনার ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।
সেই সঙ্গে ২ বছরের জন্য স্মিথের নেতৃত্বের ওপর নিষেধাজ্ঞা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়া ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্বে দেয়া হয় আজীবন নিষেধাজ্ঞা।
গত বছর বিশ্বকাপের আগে নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও দলে ফেরেন স্মিথ এবং ওয়ার্নার। এরপর থেকেই জাতীয় দলে নিয়মিত খেলে যাচ্ছেন দুজন। ফর্মের তুঙ্গে আছেন স্মিথ। এবার উঠে গেল তার নেতৃত্বের নিষেধাজ্ঞাও।