promotional_ad

গেইল-কোহলি নয়, হগের পছন্দের হিটার রায়না-ওয়ার্নাররা

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাওয়ার প্লে'র সেরা ব্যাটসম্যান হিশেবে ডেভিড ওয়ার্নারকে বেছে নিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হগ। ওয়ার্নারের পর সুরেশ রায়না এবং জস বাটলারকে বেশি পছন্দ হগের। এই তিনজনই আইপিএলে পাওয়ার প্লে'র সেরা ব্যাটসম্যান বলে মনে করেন হগ।


সম্প্রতি হগ বলেন, "লেগ সাইডে যথেষ্ট শক্তিশালী ওয়ার্নার, অফেও তাই। রান তোলার সময় সে খুবই ব্যস্ত। এরপরে আমার পছন্দ রায়নাকে। সে খুবই চালাক ব্যাটসম্যান। দুর্বল বোলারদের প্রতি সে চড়াও হয়। শক্তিশালী বোলারদের বিপক্ষে সে স্ট্রাইক বদল করে। সে আমার প্রিয় ব্যাটসম্যানদের একজন।



promotional_ad

বাটলার বলের পেসকে কাজে লাগায়। সে ছক্কা হাকায় কম, কিন্তু চার মারতে ভালোবাসে। বোলার একটু রক্ষণাত্মক মেজাজে খেললেই সে আগ্রাসী হয়ে ওঠে।"


পাওয়ার প্লে'তে এখন পর্যন্ত ৪৫.৬ গড়ে ও ১৫১.২ স্ট্রাইক রেটে এক হাজার ৯৫৯ রান করেছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ওয়ার্নার। তাঁর মোট রান ১২৬ ম্যাচে চার হাজার ৭০৬, যা আইপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।


চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা রায়নার মোট রান পাঁচ হাজার ৩৬৮, যা আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এরমধ্যে পাওয়ার প্লে তে ৩৬.৭ গড়ে ও ১৩৬.৮ স্ট্রাইক রেটে এক হাজার ৫০৩ রান করেছেন রায়না।



হগের আরেক পছন্দের হিটার বাটলার, রাজস্থান রয়্যালসের জার্সিতে পাওয়ার প্লে'তে ৪৮.৭ গড় ও ১৬২.৯ স্ট্রাইক রেটে ৫৩৬ রান করেছেন।


ক্রিস গেইল, বিরাট কোহলিদের ব্যাপারে হগের ভাষ্য, তাঁরা উইকেটে থিতু হতে কিছুটা সময় নেয় এবং এরপরই আগ্রাসী ভঙ্গিতে ব্যাট চালায়।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball