মা হারালেন হাবিবুল বাশার

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
কয়েকদিন আগেই মা রিজিয়া বেগমকে দেখে কুষ্টিয়া থেকে ফিরেছেন হাবিবুল বাশার সুমন। শনিবার বেলা এক টার কিছুক্ষণ পর জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও বর্তমান নির্বাচক তাঁর মায়ের মৃত্যু সংবাদ পেলেন।
শনিবার দুপুর ১টার একটু পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাশারের মা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লম্বা সময় ধরে অসুস্থতায় ভুগেছিলেন তিনি। শেষদিকে তাঁর অবস্থা আরও খারাপ হতে থাকে।

গত ২২ মার্চ অসুস্থ মাকে দেখে কুষ্টিয়া থেকে ঢাকা ফিরেন বাশার। তিনি জানতেন না, এটাই তাঁর শেষ দেখা। এই করোনা আতঙ্কে আবারও কুষ্টিয়া যাওয়ার পরিকল্পনা করছেন তিনি।
যদিও এই পরিস্থিতিতে আত্মীয়-পরিজনদের বেশিরভাগই যেতে না করছেন বাশার ও তাঁর পরিবারকে। পিতাকে আরও আগেই হারান বাশার।
তাঁর মেজো ভাই সাবেক নামি ফুটবলার এবং ঢাকা মোহামেডানের এক সময়ের গোলকিপার একরামুল বাশার তুহিনও দুরারোগ্য ক্যান্সারে ভুগে পৃথিবী ত্যাগ করেন কয়েক বছর আগে। কুষ্টিয়াতে অবস্থান করছেন বাশারের আরেক বড় ভাই, ক্রিকেট কোচ এমদাদুল বাশার রিপন।