সংযত থাকার আহ্বান মাহমুদউল্লাহর

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
কোয়ারেন্টিনে থাকতে থাকতে মানুষ যেন ধৈর্য না হারায় সেদিকে নজর দিতে বলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। করোনাভাইরাস প্রতিরোধে যে কোনোভাবে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন এই অলরাউন্ডার।
সম্প্রতি এক ভিডিওবার্তায় মাহমুদউল্লাহ বলেন, "অনেকে হয়তো এভাবে চিন্তা করতে পারি যে, আমরা এতদিন ধরে বাসায় আছি, দৈনন্দিন কাজ করছি বাসায় থেকে, টানা বাসায় থেকে একটু অবসাদ চলে আসতে পারে অনেকের। বিরক্তি লাগতে পারে।

মনে হতে পারে, একটু বাসার নিচে যাই। কয়েকজনের সঙ্গে কথা বলি। সামনের মোড় থেকে হেঁটে আসি। কারও মাথায় এরকম চিন্তা এলে আমরা যেন তা ঝেরে ফেলি। এই মুহূর্তে বাসায় থাকাই সবচেয়ে নিরাপদ ও সময়ের দাবি। কারণ, যতটুকু এটা আমার ও পরিবারের জন্য, ততটুকু অন্যদের জন্যও প্রয়োজন। নিজে নিরাপদে থাকি, অন্যদেরও নিরাপদে রাখি।"
বাংলাদেশে এখন পর্যন্ত ৪৮ জনের কোভিড-১৯ ধরা পড়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। এসব কিছুর কৃতিত্ব ডাক্তার ও নার্সদের দিচ্ছেন মাহমুদউল্লাহ।
তিনি আরও বলেন, "একটা কথা না বললেই নয়, আমাদের ডাক্তারগণ, আমাদের নার্সরা ও চিকিৎসাসেবায় নিয়োজিত আছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কোভিড-১৯ এর মতো এই দুর্যোগ সময়ে আমরা যেভাবে এগিয়ে এসেছেন ও দেশকে সেবা দিচ্ছেন, মন থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনাদের এই মহৎ কাজে জন্য অবশ্যই পুরস্কৃত হবেন ইনশাল্লাহ।"
এমন সময়ে শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বাকি পেশাজিবি মানুষদের কাছে অনুরোধ করেন মাহমুদউল্লাহ।
"একটা দিকে আমাদের খেয়াল রাখতে হবে, যারা শ্রমজীবী মানুষ, এই মুহূর্তে হয়তো বেকার হয়ে পড়ছেন, তাদের পাশে দাঁড়ানো অনেক বেশি প্রয়োজন। আমরা চেষ্টা করব যে যার জায়গা থেকে এগিয়ে আসার ও সাহায্য করার।"