promotional_ad

বিপর্যয় মোকাবেলায় সদস্যদের সহযোগিতা চায় আইসিসি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


করোনাভাইরাসের সংক্রামণের কারণে বন্ধ হয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দপ্তর। এরই মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুক্রবার (১৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে আইসিসির সভা।


এবারই প্রথমবারের মতো আইসিসির সভায় যোগ দিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। এই সভায় গত বছরের আর্থিক হিসাব তুলে ধরা হয়। 



promotional_ad

এছাড়াও ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব থেকে কি পরিমাণ অর্থ আয় হয়েছে এই বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। সেই সঙ্গে করোনা মোকাবেলায় এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের বিস্তৃত ব্যবসায়ের ধারাবাহিকতা আকস্মিক পরিবর্তিত হয়ে গেছে। আমাদেরকে বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পরিকল্পনা করতে হবে। যেন আমরা আমাদেরকে খুঁজে পাই।'


'আইসিসি বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে ভবিষ্যতের ইভেন্টগুলো নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে। চলমান বিপর্যয় সামলিয়ে কিভাবে ভবিষ্যতের সূচি করা যায় এ নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করবে আইসিসি,’ যোগ করেছেন আইসিসির প্রধান নির্বাহী।



২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সফল ভাবে আয়োজনের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball