অ্যান্ডারসনের ক্যারিয়ার নিয়েই শঙ্কা!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৩৭ বছর বয়সেও চোটের সঙ্গে লড়াই করে খেলা চালিয়ে যাচ্ছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। এমন অবস্থায় করোনার প্রকোপের কারণে ক্রিকেট খেলাই বন্ধ হয়ে আছে। এমন পরিস্থিতি মোকাবেলা করে মাঠে ফেরাই এখন বড় চ্যালেঞ্জ তাঁর জন্য।
অ্যান্ডারসন অবশ্য ফিট থাকার জন্য ব্যক্তিগত উদ্যোগেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তিনি ক্রিকেট খেলতে পারবেন না, এমনটা ভাবছেন না। এই ইংলিশ পেসার জানিয়েছেন তিনি মাঠে নামার জন্য মুখিয়ে আছেন।

এ প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন, ‘আবারও ক্রিকেট খেলতে পারব না আসলে এমনটা ভাবি না। আমার মনে হচ্ছে, আমরা আবারও খেলব, আমিও খেলতে পারব। আমি এখনও খেলার জন্য ক্ষুধার্থ।'
টেস্ট ইতিহাসে পেসার হিসেবে সবচেয়ে বেশি উইকেটের মালিক অ্যান্ডারসন। তাঁর দখলে রয়েছে ৫৮৪ উইকেট। ইতিহাসের প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেট নেয়ার মাইলফলকের সামনে দাঁড়িয়ে অ্যান্ডারসন মনে করেন আবারও ফিরবেন ইংল্যান্ড দলে।
তিনি বলেন, 'আমি এখনও ইংল্যান্ডের হয়ে খেলার আকাঙ্খা রাখছি। তাই আমি মনে করি, যে কাজটা আমি দীর্ঘদিন ধরে করে আসছি। আমি খেলাটাকে পেশা হিসেবে নিয়েছি মানে হলো যখনই এটা করার আবারও সুযোগ পাব, আমি সেটা লুফে নেব এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করব।’