মুশফিক-মাহমুদউল্লাহর সাহায্য চান তামিম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে অধিনায়কত্বকে বিদায় জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তাঁর জায়গায় ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক করা হয়েছে তামিম ইকবালকে। অধিনায়ক হিসেবে বাঁহাতি এই ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের সহায়তা চান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন, অধিনায়কত্বের শুরুতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ না করলে মুশফিক-মাহমুদউল্লাহরা যেন তাঁকে সাহায্য করেন এমনটাই প্রত্যাশা তাঁর। যদিও তামিমের বিশ্বাস রয়েছে অভিজ্ঞ এই দুই অধিনায়কের সহায়তা পাবেন তিনি।

এ প্রসঙ্গে তামিম বলেন, 'মুশফিক এবং রিয়াদ ভাই আমার চেয়ে অভিজ্ঞ অধিনায়ক। আমি আমার অধিনায়কত্বের শুরুতে যদি অস্বাচ্ছন্দ্য বোধ করি আমি চাই তারা আমাকে সাহায্য করুক। আমি জানি তারা আমাকে সর্বাত্মক সহায়তা করবে।'
মুশফিক লম্বা সময় তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন। মাহমুদউল্লাহ বেশ কিছুদিন ধরেই টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাই তাদের অভিজ্ঞতা দলের অনেক প্রয়োজন বলে মনে করেন তামিম। সাকিব আল হাসান নিষেধাজ্ঞা থেকে ফিরলে তাঁর সহায়তাও নিতে চান তামিম।
তামিম বলেছেন, 'আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ যে তিনজন তিন ফরম্যাটের অধিনায়ক একই সঙ্গে খেলবে। আমি এই দুজনের সাহায্য নেব। সাকিব যখন ফিরবে আমি তখন তারও সাহায্য নেব। শুধু আমার নয় দলকে এগিয়ে নিতে তাদের সাহায্য প্রয়োজন। এখানে আমি গুরুত্বপূর্ণ না, দলই গুরুত্বপূর্ণ।'