লিটন-মুশফিককে অনুসরণ করুক বাকিরাঃ তামিম

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
লিটন দাস এবং মুশফিকুর রহিমকে অনুসরণ করুক দলের বাকি খেলোয়াড়রা, এমনটাই চাওয়া নব্য ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের।
ক্রিকেটের প্রতি মুশফিকের নিরলস পরিশ্রম ক্রিকেটবিশ্বে ইতোমধ্যেই সুপরিচিত। এর সঙ্গে যোগ দিয়েছেন লিটন।

শেষবারের জিম্বাবুয়ে সিরিজে ব্যাট হাতে সেটারই প্রতিফলন দেখিয়েছেন তরুণ উইকেটরক্ষক এই ব্যাটসম্যান, যা মনে ধরেছে তামিমের।
'দলের সবাইকে পারফরম্যান্সের মূল্য বুঝতে হবে। যদি কেউ ভালো করে তাহলে সেই আত্মবিশ্বাস সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। লিটনের আচরণে এখন ভিন্নতা দেখা যাচ্ছে। সে ৭০-৮০ রানে আউট হয়ে গেলে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে।
রেকর্ড ১৭০ রান পার করার পরেও সে আরও ভালো করতে চাইছে। তাঁর মধ্যে আমি অনেক ক্ষুধা দেখেছি। আমি আশা করব সবাই তাঁকে অনুসরণ করবে।', সম্প্রতি ক্রিকইনফোকে বলেছেন তামিম।
মুশফিককে অনুসরণ করার ব্যাপারে তামিমের মন্তব্য, 'মুশফিক আরেকটি বড় উদাহরণ। সে কোনও ফরম্যাটেই সন্তুষ্ট হতে চায় না। সে যখন ভালো করে না তখন অনেক চেষ্টা করে। ক্রমাগত উন্নতি করতে চায় সে।
এভাবে যদি সবাই চিন্তা করে তাহলে অধিনায়ক, কোচ, সিনিয়র ক্রিকেটারদের জন্য অনেক সহজ হয়।'