করোনা শঙ্কাতেও অনুশীলন থামেনি জো রুটের

ছবি: ছবিঃ- ইসিবি

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||
মরণব্যাধি করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে পুরো দুনিয়া। বিশ্বের সব স্পোর্টিং ইভেন্টও বন্ধ আছে। বিশ্রামে দিন পার করছেন ক্রিকেটাররা। আবার অনেকেই আছে কোয়ারেনটাইনে।
এসবের মাঝে ভিন্ন জো রুট। করোনাভাইরাসের কারণে যেখানে স্থবির পুরো বিশ্ব সেখানে অনুশীলন চালিয়ে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটসম্যান। মূলত ফিটনেস ধরে রাখার জন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছেন রুট।

মরনব্যাধি এই ভাইরাসের কারণে হুট করেই শ্রীলংকা সফর বাতিল করে দেশে ফিরতে হয় ইংল্যান্ড দলকে। আগামী ২-৩মাস সব স্পোর্টিং ইভেন্ট বন্ধ থাকলেও ফিটনেস ধরে রাখা জরুরি বলেই মনে করছেন ইংলিশ দলপতি।
রুট বলেন, ‘শ্রীলঙ্কা থেকে ফিরে কিছু অবসর সময় পাওয়াটা বেশ ভালোই হয়েছে। এই সময়ে আমার ফিটনেস ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ হবে। যাতে করে যখন মাঠে নামব, তখন সেরা ছন্দে থাকতে পারি।’
‘আমি এমনিতে খুব সক্রিয় একজন মানুষ। আমার বাচ্চা ছেলেটা আমাকে সবসময় ব্যস্ত রাখে। তবে এর মধ্যেও একটি সঠিক পরিকল্পনায় কাজ করে নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতি করতে পারব।’ আরও যোগ করেন তিনি।
রুটের দেখানো এই পথে হাঁটছেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক হেদার নাইটও। তিনি বলেন, ‘এটা অবশ্যই আদর্শ সময় নয়। তবে নিজেকে ঠিক অবস্থায় রাখতে এবং ফিটনেস ধরে রাখতে চেষ্টা করার উত্তম উপায় এটা (অনুশীলন)। এটা নতুন এক চ্যালেঞ্জ। আমরা নিজেদের ঠিক রাখার চেষ্টা করছি, যাতে যখন খেলায় ফিরব তখনকার জন্য প্রস্তুত থাকতে পারি।’