promotional_ad

৩১ লক্ষ টাকা অনুদান দিচ্ছেন তামিম-মাশরাফিরা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চলছে গোটা বিশ্বজুড়ে। এক্ষেত্রে বসে নেই বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। দেশের মানুষের পাশে দাঁড়াতে এরই মধ্যে একটি মহৎ উদ্যোগ নিয়েছেন তারা। সবমিলিয়ে ২৭ জন ক্রিকেটার ৩১ লক্ষ টাকার তহবিল গঠন করবেন বলে জানা গেছে।  


মূলত জাতীয় দলের ওপেনার এবং অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবালের উদ্যোগে মহৎ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের শীর্ষ বাংলা দৈনিক প্রথম আলোকে তামিম জানিয়েছেন পুরো অর্থ হাতে পাওয়ার পর কোনো একটি সরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেবেন তারা।  



promotional_ad

এই প্রসঙ্গে তামিম বলেন, 'যাদের সামর্থ্য আছে, সবার জায়গা থেকে কিছু কিছু সহায়তা করলে এ লড়াইয়ে জেতা সম্ভব। এটা এখন করা দরকারও। টাকাটা আমরা কোথায় দেব, সেটি এখনো ঠিক করিনি। আগে পুরো টাকাটা হাতে পেয়ে নিই, তারপর যেটা সঠিক সেটাই করা হবে।’


সিদ্ধান্ত অনুযায়ী করোনা মোকাবেলায় গঠন করা এই তহবিলে বিসিবির কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ১৭ ক্রিকেটার চলতি মাসের ৫০ শতাংশ বেতন দান করবেন। অপরদিকে চুক্তির বাইরে থাকা ১০ জন ক্রিকেটার যারা গত তিন মাসে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেটার খেলেছেন তাঁরাও তাঁদের বেতনের অর্ধেক প্রদান করবেন।


মরণঘাতী করোনাভাইরাসে এরই মধ্যে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে অগণিত মানুষ। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি মৃত্যুর মিছিলও বাড়ছে প্রতিনিয়ত। বৈশ্বিক এই মহামারীকে আটকাতে এরই মধ্যে অনেক তারকা ক্রিকেটার এবং ফুটবলার উদ্যোগ নিয়েছেন। এই তালিকায় শেন ওয়ার্ন এবং ক্রিস্টিয়ানো রোনালদোও রয়েছেন।  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball