পিছিয়ে যেতে পারে দ্য হান্ড্রেড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) স্থগিত করতে চলেছে দ্য হান্ড্রেডের উদ্বোধনী আসর। ইসিবি ইতিমধ্যে ২৮ মে পর্যন্ত পেশাদার ক্রিকেট বন্ধ করার ঘোষণা দিয়েছে।
করোনাভাইরাসের সংক্রামণের কারণে দীর্ঘ সময় ক্রিকেট বন্ধ থাকতে পারে ইংল্যান্ডে। দ্য হান্ড্রেডের আসর শুরু হতে বাকি কেবল তিন মাস। আগামী তিন মাস খেলা বন্ধ থাকলে এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে না।

এমনটাই জানিয়েছেন ইসিবির কর্মকর্তা ও ডারহাম ক্রিকেট ক্লাবের প্রধান পরিচালক টিম বোস্টক। এ ছাড়া ‘দ্য হানড্রেড ক্রিকেট’ প্রবর্তনকারী টম হ্যারিসনের ইচ্ছা চলতি বছর না হলেও আগামী বছর যেন অনুষ্ঠিত হয়।
এ প্রসঙ্গে বোস্টক বলেন, ‘আমরা সকলে ক্রিকেট এবং সমসাময়িক পরিস্থিতি নিয়ে একই ভাবনা ভাবছি। ক্রিকেট ফিরলে প্রথমে আমরা আন্তর্জাতিক সূচিকে গুরুত্ব দিবো। এরপরে টি-টোয়েন্টি ব্লাস্ট ও হানড্রেড ক্রিকেটকে গুরুত্ব দিবো। তবে তিন মাস যদি ক্রিকেট বন্ধ থাকে তবে সেক্ষেত্রে হানড্রেড ক্রিকেট এ বছর মাঠে গড়াবে না। তবে হানড্রেড ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে সামনের বছর অবশ্যই হবে।’
ইংল্যান্ডে করোনাভাইরাস ইতোমধ্যে মারাত্মক আকার ধারণ করেছে। এখন পর্যন্ত সাড়ে ৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এর মধ্যে মারা গেছেন ৩৩৫ জন। অপরদিকে সুস্থ হয়ে ফিরেছেন মাত্র ১৩৫ জন।