promotional_ad

কর্মীদের জন্য ব্রড-গার্নির উদ্যোগ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের কারণে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। বিশ্বব্যাপী বিভিন্ন স্পোর্টস ইভেন্ট বন্ধ করা হয়েছে। স্থগিত হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ, শ্রীলঙ্কা-ইংল্যান্ড, বাংলাদেশ-পাকিস্তান সিরিজও।


পিছিয়ে নেয়া হয়েছে আইপিএল, ভারত-ইংল্যান্ড-শ্রীলংকা এবং অস্ট্রেলিয়া সহ সব দেশের ঘরোয়া লিগ। পাকিস্তানে পিএসএল তিন ম্যাচ বাকি থাকতেই স্থগিত হয়েছে। বাংলাদেশের আয়ারল্যান্ড সফরও বাতিল হয়েছে কয়েকদিন আগে।



promotional_ad

মরণব্যধি এই ভাইরাসের কারণে খেলাধুলার পাশাপাশি স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। এমন অবস্থায় বন্ধ হয়ে যাচ্ছে বেশ কয়েকটি পাব। ফলে সেখানে কর্মরত কর্মীরা হয়ে পড়বেন কর্মহীন।


তাই কর্মীদের চাকরি বাঁচাতে স্টুয়ার্ট ব্রড এবং হ্যারি গার্নি নিয়েছেন একটি অনন্য উদ্যোগ। তাদের মালিকানাধীন দুইটি পাবের একটি পাবকে রূপান্তরিত করেছেন খাবারের দোকানে। আর একটিকে তারা গ্রাম্য দোকানে রূপান্তর করেছেন, যাতে করে ২০ কর্মীকে পূর্ণমেয়াদে বেতন দিতে পারেন।


এই বিষয়ে গার্নি বলেন,`আমরা গত সোমবার এটি শুরু করেছি, যখন প্রধানমন্ত্রী পাবগুলো এড়ানোর জন্য বলেছিলেন। তারপর শুক্রবার যখন তিনি পাবগুলো বন্ধ করে দেওয়ার পরামর্শ দিলেন, তখন বিশেষ ওই পরিস্থিতি থেকে আমরা তিন-চার দিন এগিয়ে ছিলাম।'



'যে ভাবনা থেকে আমরা এটা শুরু করেছি তা হলো চাকরি রক্ষা করা। কারণ, আমরা জানতাম যে পাবগুলোর ব্যবসা রাতারাতি শেষ হয়ে যাবে এবং আমাদের এখানে এমন কিছু লোক কাজ করে যারা তাদের লোনের কিস্তি পরিশোধের জন্য আমাদের ওপর নির্ভর করে। আমরা চেয়েছি উপার্জনের একটি উপায় বের করতে, যাতে আমরা সংকটকালীন সময়ে তাদের বেতন দিতে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball