খেলা বন্ধ হওয়ার ইতিবাচক দিক দেখছেন পোলার্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||
করোনাভাইরাসের কারণে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গনের জগত। বিশ্বব্যাপী বিভিন্ন স্পোর্টস ইভেন্ট বন্ধ করা রয়েছে। তবে এমন সময়ের একটি ইতিবাচক দিক দেখছেন কাইরন পোলার্ড। ক্যারিবিয়ান এই ক্রিকেটার মনে করেন, অবসর সময়কে সঠিকভাবে কাজে লাগানোর উপযুক্ত সময় এটাই।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মনে করেন, নিজের ব্যাপারে জানার, নিজের ক্যারিয়ার নিয়ে বাড়তি চিন্তা করার সুযোগ পেয়েছেন তিনি।

মরনব্যাধি ভাইরাসের কারণে এক মাসের জন্য ঘরোয়া সব ধরনের খেলা স্থগিত করে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে গেল শুক্রবার ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ঘোষণা দেয় আগামী ২৮ মে পর্যন্ত পেশাদার সব ক্রিকেট বন্ধ রাখার।
যে কারণে শঙ্কায় পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ দলের ইংল্যান্ড সফর। জুনে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা দুই দলের। পোলার্ডের বলেন, `আত্মনুসন্ধানের উপযুক্ত সময় এটি, নিজেকে নিয়ে ভাবার ভালো সময়। ব্যক্তিগতভাবে ক্যারিয়ার কোথায় আছে, সামনের পথচলায় কী অর্জন করা যায়, এগুলো নিয়ে ভাবার খুব ভালো সময় এখন।'
ইংল্যান্ড সিরিজ নিয়ে শঙ্কা থাকলেও জুলাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজের। সিরিজে তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি রয়েছে। আপাতত সেই সিরিজেই চোখ ডানহাতি এই অলরাউন্ডারের।
পোলার্ড বলেন, 'নিজেকে শারীরিক ও মানসিকভাবে ভালো অবস্থায় রাখতে এই সময়টি কাজে লাগাতে হবে। কারণ যখন ঘণ্টা বাজবে ও তারা বলবে ‘ঠিক আছে।'
'সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরেছে, আমাদের এখন সফরে যেতে হবে।’ তখন প্রস্তুতির যথেষ্ট সময় নাও থাকতে পারে। কিন্তু সেরাটা দেওয়ার জন্য নিজেকে মানসিকভাবে তৈরি রাখতে হবে।' আরও যোগ করেন তিনি।