promotional_ad

পিসিবির রোষানলে হাফিজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মোহাম্মদ হাফিজকে শাসিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের এই অলরাউন্ডার চুক্তিবদ্ধ ক্রিকেটার হয়েও পিসিবির সমালোচনা করেছেন। বিষটি ভালো ভাবে নেয়নি পাকিস্তানের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।


স্পট ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ শারজিল খানের শাস্তি স্থগিত করে আবারো তাঁকে ক্রিকেটে ফিরিয়েছে পিসিবি। এটাই পছন্দ হয়নি হাফিজের। এর বিরুদ্ধে মন্তব্য করেই পিসিবির রোষের মুখে পড়েছেন এই অলরাউন্ডার।


বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়াসিম খান হাফিজকে বলছেন, নিজের চরকায় তেল দাও, মনোযোগ দাও নিজের খেলায়। বোর্ডের ভুল-শুদ্ধের ব্যাপারগুলো নিয়ে কথা বলার কাজটা বোর্ডের হাতেই ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।



promotional_ad

ওয়াসিম খান বলেছেন, ‘এখনো খেলছেন এমন খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য খেলোয়াড়দের সমালোচনা করা, বা ক্রিকেট বোর্ডের কোনো কাজ ঠিক কি ভুল, কাজটা করা উচিত হয়েছে কি হয়নি এসব ব্যাপারে মন্তব্য করা উচিত নয়। বিশ্ব ক্রিকেট নিয়ে, ক্রিকেট খেলাটা নিয়ে তাঁদের মনের সব কথাই বলতে পারেন। কিন্তু খেলোয়াড় বা বোর্ডের ভুল-শুদ্ধের ব্যাপারগুলো নিয়ে কথা বলার কাজটা বোর্ডের হাতেই ছেড়ে দেওয়া উচিত।’


২০১৭ সালের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট ফিক্সিংয়ের দায়ে শারজিল খানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে পিসিবি। গত বছর ক্রিকেটে ফিরতে শর্তহীন ক্ষমা প্রার্থনা করেন শারজিল।


পিসিবিও তাঁর শাস্তি স্থগিত করে ক্রিকেটে ফেরার অনুমতি দেয়। নিষেধাজ্ঞা কাটিয়ে সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগে খেলেছেন শারজিল। যদিও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।


১০ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১৯৯ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তাঁর পাকিস্তান দলে ফেরার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। শারজিলকে এত দ্রুত পাকি???্তান দলে ফেরানো উচিত নয় বলে মন্তব্য করেছিলেন পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনুস।



এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘এক-দুটি ইনিংস দিয়ে শারজিলকে বিবেচনা করা যাবে না। ওর ফিটনেসে অনেক উন্নতি করতে হবে। না হলে অস্ট্রেলিয়ায় ওকে মাঠের কোন জায়গায় লুকাব?’


ওয়াকারের কথার প্রেক্ষিতেই হাফিজের এক ভক্ত তাঁকে প্রশ্ন করেছিলেন, ‘শারজিলের ব্যাপারে ওয়াকারের মন্তব্যে আপনি একমত? নাকি আপনার মনে হয় (শারজিলের মতো) ভালো দক্ষতা আছে কিন্তু ফিটনেস কম এমন খেলোয়াড়কে নেওয়া যায়?’


জবাবে হাফিজ লিখেছেন, ‘পাকিস্তানের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে এরকম ‘দারুণ প্রতিভা’র চেয়ে আমাদের মর্যাদা ও গর্বের সীমাটা আরও উঁচুতে বাঁধা উচিত নয় কি?’ হাফিজের এই মন্তব্যই গায়ে লেগেছে পিসিবির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball