স্বেচ্ছা কোয়ারেন্টিনে সাঙ্গাকারা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্বেচ্ছা কোয়ারেন্টিনে গেছেন কুমার সাঙ্গাকারা। এই ক্রিকেট গ্রেট জানিয়েছেন, শ্রীলঙ্কা সরকারের সতর্কতাবিধি মেনেই তিনি কলম্বোতে নিজ বাড়িতে স্বেচ্ছা বন্দি হয়েছেন। গত সপ্তাহেই লন্ডন থেকে শ্রীলঙ্কায় ফিরেছেন তিনি।
লন্ডনের বিখ্যাত মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বর্তমান সভাপতি সাঙ্গাকারা। সেখানেই এই ক্লাবের দায়িত্ব শেষে শ্রীলঙ্কায় ফিরেছেন তিনি। দেশে ফিরে পুলিশের খাতায় নাম নিবন্ধন করে স্বেচ্ছায় কোয়ারিন্টিনে গেছেন তিনি।

নিউজ ফার্স্ট ওয়েবসাইটকে সাঙ্গাকারা জানিয়েছেন সরকারের নির্দেশনা মেনেই স্বেচ্ছা কোয়ারেন্টিনে গেছেন তিনি। পুলিশের সঙ্গে যোগাযোগ করে তিনি নাম লিখিয়েছেন বলে নিশ্চিত করেছেন সাবেক এই লঙ্কান অধিনায়ক।
সাঙ্গাকারা বলেন, ‘আমার কোনো উপসর্গ কিংবা ও রকম কিছু নেই। তবু সরকারের নির্দেশনা মেনে চলছি। আমি এক সপ্তাহ আগে লন্ডন থেকে ফিরেছি। একটি খবরে বলতে শুনলাম যারা ১ থেকে ১৫ মার্চের মধ্যে শ্রীলঙ্কায় এসেছে তাঁদের পুলিশ খাতায় নাম নিবন্ধন করতে হবে ও স্বেচ্ছা কোয়ারেন্টিনে যেতে হবে। এরপরই আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করে নাম লিখিয়েছি।’
সাঙ্গাকারার মতো স্বেচ্ছা কোয়ারেন্টিনে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিও। ইংলিশ কাউন্টি দল সাসেক্সের কোচের দায়িত্ব পালন করে অস্ট্রেলিয়ায় ফিরেই গৃহবন্দি হয়েছেন গিলেস্পি। করোনাভাইরাসের সংক্রামণের ফলে দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করে দেশে ফিরে গেছে সাসেক্স।