চন্দরপলের চোখে কোহলিই সেরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিঃসন্দেহে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। যদিও সাম্প্রতিক সময়টা ব্যাট হাতে ভালো যাচ্ছে না ভারতের এই অধিনায়কের। এরপরও তাঁকে বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি দিয়েছেন শিবনারায়ণ চন্দরপল।
রোডসেফটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে আসা চন্দরপল স্পোর্টস্টারকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন। ফিটনেসের কারণে কোহলি নিয়মিত ব্যাট হাতে সফল হচ্ছেন বলে ধারণা চন্দরপলের।

এ প্রসঙ্গে চন্দরপল বলেন, ‘অবশ্যই, বিরাট কোহলি (বিশ্বসেরা ব্যাটসম্যান)। ক্রিকেটের সব দিক নিয়ে সে কাজ করে যাচ্ছে এবং ফলাফলও দেখা যাচ্ছে। নিজের ফিটনেস নিয়ে অনেক খাটে, দক্ষতা বাড়াতেও। আপনি তাকে সবসময় পরিশ্রম করতে দেখবেন।’
কদিন আগে নিউজিল্যান্ড সফরে গিয়ে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন কোহলি। সিরিজের প্রথম ওয়ানডেতে হাফ সেঞ্চুরি করলেও পরের দুই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন তিনি। এরপর দুই ম্যাচ টেস্ট সিরিজেও কোনো হাফ সেঞ্চুরি পাননি ভারত অধিনায়ক।
চন্দরপল অবশ্য বিশ্বাস রাখছেন কোহলির প্রতি। তিনি বলেছেন, ‘সে এমন একজন, যে সবসময় ভালো করতে চায়। দীর্ঘ সময় ধরে সে এটা প্রমাণ করেছে। লম্বা সময় শীর্ষ স্থানে থাকা সহজ নয়।’